Advertisement

লাইফস্টাইল

HOLI 2021: বাড়িতেই বানিয়ে ফেলুন ভেষজ আবির, জানুন পদ্ধতি

Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 Mar 2021,
  • Updated 2:15 PM IST
  • 1/10

সামনেই দোল। রঙের উৎসবের জন্য সারা বছর মুখিয়ে থাকেন ভারতবাসীরা। দোল বা হোলিতে সবচেয়ে প্রয়োজন ভিন্ন ধরণের রঙ। বর্তমানে বহুবিধ বাজারজাত রং পাওয়া গেলেও আবিরই এই উৎসবের আসল।
 

  • 2/10

তবে আবিরের সঙ্গেও এখন বিভিন্ন রাসায়নিক ও সিন্থেটিক রঞ্জক মেশানো থাকে। যা ত্বক ও পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক। তাই বাড়িতেই বানিয়ে ফেলুন ভেষজ আবির। যা পরিবেশবান্ধক ও তার সঙ্গে সুগন্ধি। এক নজরে দেখে নিন সহজে কীভাবে বাড়িতেই বানিয়ে ফেলবেন রকমারি আবির।

  • 3/10

লাল আবির 

জবা ফুল শুকিয়ে গুঁড়ো করে লাল আবির বানাতে পারেন। এছাড়া লাল চন্দনের গুঁড়ো সেই সঙ্গে মিশিয়ে বা আলাদা করেও তৈরি করতে পারেন। এটি যেমন ত্বকের জন্য ভাল, তেমন চন্দনের সুবাস থাকবে এতে। 
 

  • 4/10

কমলা আবির

কমলা গাঁদা ফুল কিংবা পলাশ ফুল শুকিয়ে গুঁড়ো করে নিন। এর সঙ্গে সামান্য ট্যালকম পাউডার মেশালেই কমলা আবির তৈরি হয়ে যাবে।

  • 5/10

হলুদ আবির 

হলুদ গুঁড়ো এবং ময়দা ১:২ অনুপাতে মিশিয়ে হলুদ রঙা আবির বাড়িতেই তৈরি করতে পারেন। কিংবা কাঁচা হলুদ শুকিয়েও তৈরি করতে পারেন আবির। এছাড়া হলুদ গাঁদা ফুল মিশিয়েও সহজে বানানো যায় আবির। 
 

  • 6/10

সবুজ আবির 

সবুজ রঙের আবির তৈরি করতে হেনা পাউডার ব্যবহার করতে পারেন। এটি ত্বক ও চুলের জন্য ভাল। এছাড়াও নিমপাতা শুকিয়ে গুঁড়ো করে বাড়িয়ে আবির তৈরি করা সম্ভব। বসন্তের এই সময়ে নিম শরীরের জন্য খুবই ভাল। 
 

  • 7/10

গোলাপী আবির 

 বিট ছোট ছোট করে কেটে তা শুকিয়ে নিন এবং এরপর বানিয়ে ফেলুন গোলাপী আবির। এছাড়াও গোলাপি রঙের গোলাপ ফুল শুকিয়েও সহজেই এটি বানানো যায়। 

  • 8/10

 নীল আবির

নীল রঙের আবির তৈরি করতে আপনি ব্যবহার করতে পারেন অপরাজিতা ফুলের গুঁড়ো। 

  • 9/10

এগুলি ছাড়াও ফুড কালার ব্যবহার করেও ভিন্ন রঙের আবির তৈরি করা যায় বাড়িতেই। 

  • 10/10

সমস্ত আবির বাড়িতে তৈরি করার সময়ে যদি সেই গন্ধ আপনার ভাল না লাগে তবে সেখানে মেশাতে পারেন সামান্য এসেন্সিয়াল অয়েল।  

 

(ছবি সৌজন্য: গেটি)

Advertisement
Advertisement