Advertisement

লাইফস্টাইল

Tea Drinks Tips: একদিনে কত কাপ চা খাবেন? জানাটা জরুরি

Aajtak Bangla
Aajtak Bangla
  • 28 Oct 2025,
  • Updated 7:23 PM IST
  • 1/10

এক কাপ কড়া চা ছাড়া সকালটা শুরুই হয় না অনেকের। 
 

  • 2/10

চা খাওয়ার পরই আপনার ঘুম ভাঙে এবং মেজাজটা ভাল হয়। এরপরই আপনি আপনার দৈনন্দিন কাজ শুরু করেন। 
 

  • 3/10

অনেকেই অফিসে কাজের ফাঁকে কাপের পর কাপ চা খান আবার কেউ কেউ আছেন যাঁরা শুধু সকাল ও বিকেলেই চা খান। 
 

  • 4/10

আসলে চায়ের নেশা বড় মারাত্মক। যে খায় সেই জানে একমাত্র। 
 

  • 5/10

কিন্তু একদিনে ঠিক কত কাপ চা খাওয়া যেতে পারে, এটা কি জানেন। 
 

  • 6/10

অনেক পুষ্টিবিদই এই বিষয়ে আলোকপাত করেছেন যে দিনে ঠিক কত কাপ চা খাওয়া উচিত। 
 

  • 7/10

যদি আপনি রুটিন মেনে চলেন তাহলে দিনে ২ থেকে ৩ কাপের বেশি চা খাওয়া উচিত নয়, বলে জানাচ্ছেন পুষ্টিবিদরা। 
 

  • 8/10

তবে সব পুষ্টিবদরাই জানিয়েছেন যে সকালে খালি পেটে চা বা কফি খাওয়া উচিত নয়। 
 

  • 9/10

শুধু তাই নয়, ঘুমের ব্যাঘাত যাতে না হয় তার জন্য বিকেল ৪টের পর আর চা খাবেন না। 
 

  • 10/10

চায়ে ক্যাফেইন থাকে, যা স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে এবং মেলাটোনিনের নিঃসরণ দেরিতে হয়, যে হরমোন শরীরকে ঘুম পাড়ায়। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement