Advertisement

লাইফস্টাইল

Jewellery Cleaning Hacks: এভাবে পরিষ্কার করুন পুরনো গয়না, চকচক করবে নতুনের মতো

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Aug 2025,
  • Updated 8:36 PM IST
  • 1/8

উৎসবের মরশুম আসছে। এই সময় সোনা -রুপোর গয়না পরতে পছন্দ করেন অনেকেই। তবে অনেক সময়ে দীর্ঘদিন ব্যবহারে বেশ ময়লা হয়ে যায় গয়না। নষ্ট হয়ে যায় ঔজ্জল্য। 

  • 2/8

পুরনো গয়নায় ময়লা জমলে চকচকে ভাব কমে যায়। কিছু ঘরোয়া উপায় আছে, যার ফলে এই ধাতুর গয়না সহজে পরিষ্কার করা যায়। 

  • 3/8

এতে ফের চকচকে হবে গয়না। জানুন কীভাবে বাড়িতেই গয়না পরিষ্কার করে আগের মতো উজ্জ্বলতা ফিরে পাবেন। রইল ঘরোয়া টোটক। 

  • 4/8

একটি পাত্রে কিছু জল নিয়ে গ্যাসে গরম করার জন্য রাখুন। জল ফুটতে শুরু করলে, তাতে ২ চা চামচ চা পাতা দিন।

  • 5/8

চা পাতা ভালভাবে ফোটানোর পর, গ্যাস বন্ধ করে দুটি আলাদা পাত্রে অর্ধেক করে ছেঁকে নিন। এবার উভয় পাত্রে ১ চামচ করে বেকিং সোডা এবং ডিটারজেন্ট পাউডার দিন।
 

  • 6/8

এবার একটি পাত্রে রুপোর গয়না এবং অন্য পাত্রে সোনার গয়না ডুবিয়ে নিন। যে পাত্রে সোনার গয়না ডুবিয়ে দেওয়া হয়েছে সেখানে এক চা চামচ হলুদ গুঁড়ো দিন।

  • 7/8

এগুলিকে ১০-১২ মিনিটের জন্য ভিজিয়ে রাখুন এবং তারপর বের করে টুথব্রাশের সাহায্যে আলতো করে পরিষ্কার করুন। এতে ময়লা দূর হবে।
 

  • 8/8

এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন। এই কৌশলের সাহায্যে পুরনো গয়না নতুনের মতো উজ্জ্বল হবে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement