Advertisement

লাইফস্টাইল

Cool As Air-Conditioner Cities Of West Bengal: কোথাও ১১, কোথাও ১৭ ডিগ্রি; ঘুরে আসুন রাজ্যের এই শীতল জায়গাগুলিতে

সংগ্রাম সিংহরায়
  • শিলিগুড়ি,
  • 16 Apr 2023,
  • Updated 2:16 PM IST
  • 1/10

Cool As Air-Conditioner Cities Of West Bengal: এখনও গরমকাল (Summer) সেভাবে পড়েনি। বাংলা গ্রীষ্মের ক্যালেন্ডারে (Bengali Calender) সবেমাত্র পয়লা সপ্তাহ। রাজ্যের দক্ষিণ অংশে তীব্র দাবদাহ (Hot) শুরু হয়েছে। আগামীতে তা আরও বাড়বে এবং তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের (South Bengal) সব জেলাতেই কমবেশি হাঁসফাঁস অবস্থা। 

  • 2/10

উত্তরবঙ্গের (North Bengal) মালদা (Malda), দুই দিনাজপুরে (North And South Dinajpur) তাপ বাড়ছে। এই তিনটি জেলা বাদ দিলে সমতলে (Plains Of Hill) এতটা খারাপ অবস্থা না হলেও তাপমাত্রার পারদ চড়ছে। অস্বস্তি ভালমতই টের পাওয়া যাচ্ছে। এই পরিস্থিতিতে সকলেই পরিত্রাণ খুঁজছেন। কোথায় গেলে আরাম মিলবে।

  • 3/10

উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত (Light To Moderate Rain) হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তাতে কিছুটা সাময়িক স্বস্তি মিলতে পারে। তবে গরম কমার কোনও আভাস এখনই নেই। বরং বাড়বেই। আগামী কয়েক দিনের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। তবে কখনোই সহ্য সীমা ছাড়াবে না।

  • 4/10

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় যেখানে ৪১ ডিগ্রি ছুঁয়ে ফেলেছে। তাপমাত্রা ৪০ এর উপর ঘোরাঘুরি করছে, ঠিক সেই সময় রাজ্যের একাধিক জায়গায় কিন্তু তাপমাত্রা ১১ থেকে ৩০ ডিগ্রির মধ্যেই রয়েছে। যা এই সময় এয়ারকণ্ডিশনার ফিল দিচ্ছে সেখানকার মানুষদের। অনেকেই এখন সেই জায়গাগুলিতে ছুটছেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে।

  • 5/10

ফলে ছুটিছাটা না থাকা সত্ত্বেও এই মুহূর্তে নিতান্তই যারা অপারগ, তাঁরা ছাড়া সকলেই এখন পাহাড়মুখী। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এর মতো প্রচলিত ট্যুরিজম কেন্দ্রগুলিতে রয়েছে। পাশাপাশি অপ্রচলিত হোমস্টেগুলিতে ভিড় জমাচ্ছেন মূলত রাজ্যের দক্ষিণ অংশের মানুষেরাই।

  • 6/10

আচমকা দক্ষিণবঙ্গ থেকে এসে পড়লে মনে হবে যেন পাহাড়ের এয়ারকন্ডিশন শহরে এসে পৌঁছেছেন। বাড়তি পাওনা টয়ট্রেন ও নয়নাভিরাম দৃশ্য। কাঞ্চনজঙ্ঘার পরিষ্কার ভিউ এ সময় পর্যটকদের আকর্ষণ শৈলশহরের দিকে বাড়িয়ে তুলছে অনেকটাই।

  • 7/10

রবিবার দার্জিলিংয়ে ২৮, কার্শিয়াং ৩০, মিরিক ৩০, সান্দাকফু ১৭, ফালুট ১০, শিলিগুড়ি ৩৪, ডাওহিল ২৪, কালিম্পং ৩১, মংপু ৩১, রিশপ ২৩, লাভা ২৪ ডিগ্রি তাপমাত্রা ছিল। যা শুনে এবং দেখেও বিশ্বাস করতে মন চাইছে না গরমের এলাকার মানুষদের।

  • 8/10

ফলে পরখ করতে অনেকেই কাঁধে ঝোলা ফেলে ছুটছেন ওই সব এলাকায়। সমতলে যেখানে আইসক্রি, জুস, শরবতে গলা ভেজাতে হচ্ছে, সেখানে উল্টো শরীর গরম রাখতে কফি, চা, সুপে ভরসা করতে হচ্ছে।

  • 9/10

পর্যটকদের ভিড় এতটাই বেড়েছে যে সামাল দিতে না পেরে টয়ট্রেনের জয় রাইডের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়েছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষের তরফে। তাতে কিছুটা সামাল দেওয়া গিয়েছে। পর্যটকরাও খুশ। সামার স্পেশাল ট্রেন চালানো হচ্ছে কলকাতা থেকে শিলিগুড়ি। আরও ট্রেন বাড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে।

 

  • 10/10

সব মিলিয়ে স্বপ্নের শহরগুলিতে ঘুরে আসতে এখনই বুক করতে হবে। কারণ সুযোগ বুঝে কিছুটা ভাড়া বাড়ছে হোটেল, গাড়ির। তাই অন্তত ১৫ দিন এখন হাউসফুল রয়েছে। এর মধ্যেও যাঁরা শীতল হতে চান তাঁদের গাঁটের কড়ি খরচ করতে হবে স্বাভাবিকের চেয়ে খানিকটা বেশি।

Advertisement
Advertisement