Advertisement

লাইফস্টাইল

Wedding Low Budget Tips: বাজেট বেড়েই চলেছে, এদিকে পকেটে টান? কম খরচে বিয়ে সারার টিপস

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 28 Oct 2025,
  • Updated 7:19 PM IST
  • 1/8

ভারতে বিয়ের মরশুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দোকানে- বাজারে চরম প্রস্তুতি ও উত্তেজনা দেখা যাচ্ছে।
 

  • 2/8

প্রতিটি পরিবার চায় তাদের বাড়ির বিয়ে বিশেষ এবং স্মরণীয় হোক। কিন্তু এই ইচ্ছে পূরণে বাধা হয় দাঁড়ায় বাজেট। কারণ কথাতেই বলে 'যত গুড় তত মিঠা'। অর্থাৎ ইচ্ছে পূরণ করতে গেলে, পর্যাপ্ত অর্থের সংস্থান থাকাও জরুরি। 

  • 3/8

আপনি যদি চান, কিছু স্মার্ট পরিকল্পনা অবলম্বন করে বিয়ের খরচ অনেকাংশ কমাতে পারেন। রইল স্পেশাল টিপস। 

  • 4/8

 আজকাল বিয়েতে বড় বাজেট রাখতে হয় মুহূর্ত লেন্সবন্দি করতে গেলে। বড় সিনেমাটোগ্রাফার বা ফটোগ্রাফারকে ডাকার পরিবর্তে, পরিবারের সদস্য বা বন্ধু- বান্ধবদের মধ্যে যে এই কাজে পারদর্শী, তাকে দায়িত্ব অর্পণ করুন। একটি পেন ড্রাইভ বা হার্ড ড্রাইভে সমস্ত ছবি সংরক্ষণ করুন।
 

  • 5/8

বর্তমান সময় ই-কার্ডের যুগ। অনেক অনলাইন প্ল্যাটফর্মে আপনি কার্ড বা ভিডিও কার্ড তৈরি করতে পারেন। এতে কার্ড ছাপানোর খরচ বাঁচাবে, বাড়ি- বাড়ি গিয়ে কার্ড বিলি করার ঝামেলা কমবে এবং একটা ক্লিকেই অতিটিকে আমন্ত্রণপত্র পাঠাতে পারবেন। 
 

  • 6/8

ব্রাইডাল মেহেন্দির এখন চাহিদা। তবে মেহেন্দির পিছনে হাজার হাজার টাকা খরচ করার পরিবর্তে, পরিচিত লোকেদের দিয়ে এটি করাতে পারেন। 

  • 7/8

সোশ্যাল মিডিয়ায় যদি আপনার ভাল ফলোয়ার থাকে, তাহলে মেহেন্দি থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, সকলের সঙ্গে কোলেব বা বার্টার ডিল করতে পারেন।

  • 8/8

ঘরে থাকা আলো এবং ওড়না দিয়ে সহজেই কাজে লাগাতে পারেন গায়ে হলুদ, মেহেন্দি বা সঙ্গীত অনুষ্ঠানের ব্যাকড্রপ সাজানোর জন্য। এতেও বাজেট অনেকটা কমবে। 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement