Advertisement

লাইফস্টাইল

Glamorous Skin In Winter: শীতে আর শুকনো ত্বক নয়, এই কয়েকটা নিয়ম মানলেই গ্ল্যামার উপচে পড়বে

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 26 Nov 2022,
  • Updated 3:24 PM IST
  • 1/6

Glamorous Skin In Winter: শীতে ত্বক হয়ে পড়ে খসখসে, শুকনে। জেল্লা চলে যায়। হাজার ক্রিম, ময়েশ্চারাইজারেও গ্রীষ্ম বা বসন্তের মতো দাগহীন উজ্জ্বল ত্বক মেলে না। অথচ আমরা দেখি যে অভিনেতা-অভিনেত্রী বা অন্যান্য তারকারা বা আমাদেরই আশপাশের কিছু মানুষ জেল্লা দিয়ে ঘুরে বেড়ান। মোমের মতো সুন্দর ত্বকে যেন পিছলে পড়ে সূর্যের আলো। অবাক লাগে না? মনে হয় না, কীভাবে তাঁরা ত্বককে এত সুন্দর রাখেন? কিন্তু আপনি জানেন না, যে কিছু পদ্ধতি অবলম্বন করলে আপনার ত্বকও হতে পারে মোহময়ী। শীতেও জেল্লা দেবে গায়ের চামড়া। আসুন জেনে নিই, কীভাবে বদলে ফেলবেন নিজের ত্বক?

  • 2/6

অনেকের ত্বকে ব্রণর কারণে দাগ হয়ে যায়। ব্রণ ও ব্রণর দাগ দূর করতে নিমপাতা ব্যবহার করুন। নিমপাতা বেঁটে মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ দিন ব্যবহারে যাবতীয় সমস্যা দূর হবে। এবার উজ্জ্বল ত্বক পেতে মেনে চলুন এই বিশেষ টোটকা। এই উপায় দ্রুত মিলবে উপকার।

  • 3/6

হলুদ ও দই দিয়ে প্যাক লাগান। হলুদের টুকরো বেঁটে নিন। এবার তাতে মেশান দই। ভালো করে মিশিয়ে নিন। এবার ত মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহারে মিলবে উপকার। হলুদ ত্বকের যাবতীয় সমস্যা দূর করে তেমনই দই ত্বক নরম করে। নায়িকাদের মতো উজ্জ্বল ত্বক পেতে এটি ব্যবহার করতে পারেন।

 

  • 4/6

পুদিনা বেটে ব্যবহার করুন। পুদিনা পাতায় রয়েছে নানান গুণ। ভালো করে বেটে নিন। এবার তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে ত্বকের যাবতীয় সমস্যা দূর হবে। ত্বকে জন্য বেশ উপকারী এই প্যাক। পুদিনা পাতা নিয়মিত ব্যবহার করুন। মিলবে উপকার।

  • 5/6

দই ও মধুর প্যাক দারুণ কার্যকর। একটি পাত্রে দই নিন। তাতে পরিমাণ মতো মধু নিন। ভালো করে ব্লেন্ড করে নিন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। এতে ত্বকে আসবে জেল্লা। সপ্তাহে অন্তত ২ থেকে ৩ দিন ব্যবহারে শীতের ত্বক হবে উজ্জ্বল।

  • 6/6

গ্রিন টি খান নিয়ম করে। রোজ দিনে ২ থেকে ৩ কাপ গ্রিন টি খেতে পারেন। এতে ত্বকে আসবে জেল্লা। গ্রিন টি একদিকে যেমন বাড়তি মেদ কমাতে সাহায্য করে তেমনই ত্বকে জেল্লা আনতে বেশ উপকারী এটি। তাই টানা ৩ থেকে ৪ সপ্তাহ গ্রিন টি পান করুন। এতে যাবতীয় সমস্যা দূর হবে।

Advertisement
Advertisement