Advertisement

লাইফস্টাইল

মহিলাদের বিকল্প রুজির অনলাইন বাজার এবার অফলাইনে, হামলে পড়ছে জনতা

মিল্টন পাল
  • মালদা,
  • 19 Sep 2021,
  • Updated 2:04 PM IST
  • 1/8

ক্রেতা হোক কিংবা বিক্রেতা। সব কিছুতেই মহিলারা। মহিলাদের সাজ সজ্জার নানারকম নিত‍্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করাই মূল উদ্দ‍্যেশ‍্য তাঁদের।
 

  • 2/8

সামাজিক মাধ‍্যমকে হাতিয়ার করেই  মালদা জেলায় সাড়া ফেলেছে সেই মহিলা সংগঠন। জেলার প্রতিটি ব্লকের মহিলা বিক্রেতারা তাদের সাথে যুক্ত রয়েছে।

  • 3/8

টানা এক বছর তাঁরা অনলাইনমের মাধ‍্যমেই গ্রাহকদের পরিষেবা দিয়ে এসেছেন। তবে এবার অনলাই নয় ! অফলাইনে আত্মপ্রকাশ করলেন তাঁরা।

  • 4/8

আর মাত্র তিন সপ্তাহ। তারপর বাঙালির শ্রেষ্ঠ উৎসব  শারদীয়া দুর্গাপুজোয় মেতে উঠবে আপামর বঙ্গবাসী। সেই সুযোগে তাঁরা অফলাইনে বিক্রির বন্দোবস্ত করলেন।

  • 5/8

যাঁরা অনলাইনে এতদিন পাশে থেকেছেন, তাঁদের জন্য সামনাসামনি কেনাকাটার সুযোগ করে দিচ্ছেন তাঁরা। সাড়াও ভালই মিলছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

  • 6/8

তার আগে সংগঠনের সমস্ত মহিলা বিক্রেতারা এককাট্টা হয়ে তৈরি করেছেন অস্থায়ী সামগ্রীর বাজার। শনিবার তা শুরু হয়েছে। চলবে তিনদিন ধরে।

  • 7/8

মালদহের চাঁচল কলেজ রোডের একটি লজে ওই বাজারের আয়োজন করেছে তাঁরা। সেখানে রীতিমতো মহিলা ক্রেতা ভিড় জমেছে। মহিলারা নিজেরাই হাতে তৈরী করে কসমেটিকের কিছু সামগ্রী নিয়ে বসেছেন।

 

  • 8/8

এ ছাড়া নিত‍্য নতুন ডিজাইনের চুড়িদার কেউ বা নামি কোম্পানির শাড়ি বিক্রি করছেন। এক কথায় সেই বাজারে ক্রেতা বিক্রেতা সব কিছুতেই মহিলারা রয়েছেন।

Advertisement
Advertisement