Advertisement

লাইফস্টাইল

লন্ডনে ছুটি কাটাচ্ছেন সচিন-কন্যা Sara Tendulkar, চোখ জুড়নো সব PHOTOS, দেখুন

Aajtak Bangla
Aajtak Bangla
  • লন্ডন,
  • 23 Mar 2022,
  • Updated 2:54 PM IST
  • 1/8

লিজেন্ড সচিন তেন্ডুলকারের মেয়ে সারা তেন্ডুলকর সোশ্যাল মিডিয়াতে হামেশাই ছেয়ে থাকেন। সারা এই সময় লন্ডনে রয়েছেন। যেখানে জমিয়ে মজা করতে দেখা যাচ্ছে তাঁকে।

  • 2/8

সারা তেন্ডুলকর ইনস্টাগ্রামে নিজের একটা ফটো শেয়ার করেছেন। সেখানে তিনি হাসছেন বলে দেখা যাচ্ছে। তিনি কানের কাছে সাদা ফুল লাগিয়ে রেখেছেন। ব্যাকগ্রাউন্ডে ওই ফুলেরই গাছ দেখা যাচ্ছে। যে গাছটিতে ফুলে ফুলে ছেয়ে রয়েছে।

  • 3/8

সারার এই সুন্দর ফটোর সঙ্গে নিজের ক্যাপশন লিখেছেন, তিনি জানিয়েছেন যে ফ্লাওয়ার পাওয়ার। সারা, ক্যাপশন এর মাধ্যমে বার্তা দিয়েছেন যেই খিলখিল হাসি দেখে দেখতে পাচ্ছেন, এটি প্রস্ফুটিত ফুলের শক্তি। এটি মন্ত্রমুগ্ধ করে দেয়।

  • 4/8

সম্প্রতি সারা তেন্ডুলকর একটি রোলার হকি ম্যাচ দেখতে গিয়েছিলেন। যেখানে বন্ধুদের সঙ্গে তাকে খুব মস্তি করতে দেখা গিয়েছে। সারা ম্যাচের স্টোরি শেয়ার করেছেন। বিশেষ ব্যাপার হল যে, এই ম্যাচে সারা দেখতে পৌঁছানোর পর সেখানে খেলোয়াড়দের নিজেদের মধ্যে লড়াই করতে দেখা গিয়েছে। সারা তার ভিডিও শেয়ার করেন।

  • 5/8

করোনা মহামারির কারণে থাকা লকডাউনের সময়ে সারা তেন্ডুলকর মুম্বইতেই ছিলেন। তিনি কিছু সময় আগে লন্ডন পৌঁছন এবং সারা তেন্ডুলকার তার খুশি জাহির করতে ভোলেননি। দু'বছর পর তিনি লন্ডন করেছেন বলে জানিয়েছেন।

  • 6/8

সারা তেন্লডুকার ইনস্টাগ্রামে প্রায় ১৭ লক্ষ ফলোয়ার্স রয়েছে। লন্ডনে তিনি তাকে মস্তি করতে দেখা গিয়েছে এমন কিছু জরুরি কাজ করছিলেন। সম্প্রতি সারা তেন্ডুলকর নিজের কফি স্কিলকে বাড়িয়ে তোলার জন্য লন্ডন স্কুল অফ কফির পরিদর্শন করেন। যেখানে কিছু খাস কফি বানানো শিখেছেন তিনি।

  • 7/8

সারার শুরুর শিক্ষা মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে হয়। এরপর তিনি লন্ডন ইউনিভার্সিটি কলেজে মেডিসিন পড়াশোনা করেছেন। সম্প্রতি সারা তেন্ডুলকর গোয়াতে এবং হায়দ্রাবাদ ছুটি কাটিয়ে এসেছেন। এর ছবি আমরা সোশ্যাল মিডিয়া দেখতে পেয়েছি।

 

  • 8/8

সারার সঙ্গে টিম ইন্ডিয়া যুব ওপেনার ব্যাটার শুভমান গিল এর মধ্যে অ্যাফায়ারের গুজব ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়াতে। কিন্তু দুজনেই এই বিষয়টি কখনোই কনফার্ম করেনি।

Advertisement
Advertisement