স্মার্টফোনের অত্যধিক ব্যবহারের কারণে আমাদের মানসিক অবস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু তাই নয়, এখন এটি মানুষের যৌন জীবনকেও ক্ষতিগ্রস্ত করছে, যার প্রভাব সম্পর্কে সম্প্রতি একটি সমক্ষায় জানা গিয়েছে।
মরক্কোর কাসাব্লাঙ্কার শেখ খলিফা বেন জায়েদ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের যৌন স্বাস্থ্য বিভাগের প্রকাশিত গবেষণায় প্রায় ৬০ শতাংশ লোকের ক্ষেত্রে স্মার্টফোনের অতিরিক্ত বা ভুল ব্যবহারের কারণে তাঁদের যৌন জীবনে মারাত্মক সমস্যায় পড়েছেন বলে স্বীকার করেছেন।
মরোক্কান ওয়ার্ল্ড নিউজের প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, একটি সমীক্ষায় ৬০০ জন অংশগ্রহণকারীর কাছে স্মার্টফোন ছিল এবং এর মধ্যে ৯২ শতাংশ রাতে শোবার সময় এটি ব্যবহার করার কথা স্বীকার করেছেন।
সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে মাত্র ১৮ শতাংশ বেডরুমে তাঁদের ফোন ‘ফ্লাইট মোড’-এ রাখেন বলে জানিয়েছেন। এই সমীক্ষায় দেখা গেছে যে, স্মার্টফোন ২০ থেকে ৪৫ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের ৬০ শতাংশের যৌন জীবনকে ক্ষতিগ্রস্ত, প্রভাবিত করে।
মরোক্কান ওয়ার্ল্ড নিউজের প্রকাশিত ওই প্রতিবেদন অনুসারে, সমীক্ষায় অংশগ্রহণকারী প্রায় ৫০ শতাংশ মানুষের যৌন জীবন দীর্ঘ সময় ধরে স্মার্টফোন ব্যবহারের কারণে বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত হয়েছে।
মার্কিন সংস্থা শিওর কলের একটি সমীক্ষা অনুসারে, প্রায় তিন-চতুর্থাংশ মানুষ স্বীকার করেছেন যে তাঁরা রাতে তাঁদের বিছানায় বা বালিশের পাশে ফোন নিয়ে ঘুমান।
এই ফোনই তাঁদের জীবনে উদ্বেগ বাড়িয়ে দেয়, কমিয়ে দেয় যৌন স্ফুর্তি, কামেচ্ছা। এই গবেষণায় অংশগ্রহণকারীদের এক তৃতীয়াংশ বিশ্বাস করেন যে, ইনকামিং কলের উত্তর দিতে বাধ্য হন বলে অধিকাংশ সময়েই বাধাপ্রাপ্ত হয় তাঁদের সঙ্গম, বিপর্যস্ত হয় তাঁদের যৌন জীবন।