আরও একটা নতুন বছর। গত বছরের কিছু সংকল্প পূরণ হয়েছে। কিছু হয়নি। এবার নতুন করে সংকল্প করার পালা। কী সংকল্প করবেন? রইল ১০টি পরামর্শ--
ইতিবাচক থাকুন। ইতিবাচক ব্যক্তিরা কঠিন সময়েও ঠিক রাস্তা তৈরি করতে পারেন। আর নেতিবাচক ব্যক্তিরা নানা যুক্তি খোঁজেন। ইতিবাচক ব্যক্তি সমস্যা থেকে পালিয়ে যান না। সমস্যার সমাধান করেন।
কোনও কাজ করতে বিলম্ব করবেন না। সূর্যোদয় ও সুযোগ একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না। ফলে আটেরো মাসে বছর করবেন না। সময়ের কাজ সময়ে সেরে ফেলাই হোক নববর্ষের সংকল্প।
প্রতিকূল পরিস্থিতিতে শব্দের অভাব পড়লে অযথা কথা বলতে যাবেন না। হেসে বিষয়টি সামলান।
স্নানে শরীর সুস্থ হয়। ধ্যান করে মন চাঙ্গা থাকে। আর দান করলে বাড়ে অর্থ।
সমস্যা থেকে দূরে চলে যাবেন না। সমস্যার মুখোমুখি না হলে তা আরও বাড়ে। সমস্যার সমাধান করুন।
মন স্বচ্ছ ও প্রেমময় হলে ক্ষমা চাইতে মানুষ দ্বিধাবোধ করে না। অহংকারী ব্যক্তি ক্ষমাপ্রার্থনা করে। সবাইকে ছোট করে তাঁর মন প্রফুল্লিত হয়।
অর্থের চেয়ে জ্ঞান শ্রেষ্ঠ। কারণ অর্থকে বাঁচিয়ে রাখতে হয়। আর জ্ঞান আমাদের বাঁচিয়ে রাখে।
ভাল ব্যবহার করুন। ভাল মানুষকে সকলে মনে রাখেন, ভালবাসেন। ভাল ব্যবহার অনেক অসাধ্য কাজ করে দেয়। ভাল মানুষ সূর্যের মতোই ঝলসে ওঠেন।
জীবন প্রতিকূলতা ও সমস্যায় ভরা হলেও সবসময় ইতিবাচক থাকা দরকার। কারণ ইতিবাচক মনই নতুন কিছু করে দেখাতে পারে।
কোনও কাজের আগে তার ব্য়াপারে খুঁটিনাটি জানলে সহজে সাফল্য পাওয়া যায়। আগে-পিছে না ভেবে ঝাঁপানো ঠিক নয়। সব দিক দেখেই সিদ্ধান্ত নিন।