Advertisement

লাইফস্টাইল

Tulsi: তুলসীর নানা প্রকারভেদ, পুজোয় ভুল পাতা ব্যবহার করছেন না তো? বিপদ এড়াতে জানুন...

Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Dec 2021,
  • Updated 1:39 PM IST
  • 1/6

বাড়িতে অনেকেই তুলসী গাছ লাগান। তুলসী গাছ লাগানো অবশ্যই ভালো। কিন্তু এর কিছু প্রকারভেদ আছে। পুজোর ক্ষেত্রে আপনি যে তুলসী ব্যবহার করছেন তা ভুলও হতে পারে। জেনে নিন তুলসীর প্রকারভেদ আর পুজো অর্চনায় কোন তুলসী ব্যবহার করা উচিত।
 

  • 2/6

শাস্ত্র মতে তুলসী তিন প্রকারের হয়- রাম তুলসী, বন তুলসী ও কৃষ্ণ তুলসী। 
 

  • 3/6

যে তুলসী পাতার সবুজ রঙ হালকা হয় তা হল রাম তুলসী হল। বুনো ধরনের তুলসী হল বন তুলসী। এই তুলসীর সবুজ রঙ বেশ গাঢ় হয়। এছাড়াও, ঝাঁঝও বেশি হয়। বন জঙ্গলে এটি পাওয়া যায়। আর কৃষ্ণ তুলসীর পাতার রঙ কালচে হয়।
 

  • 4/6

বাড়িতে কোন তুলসী রাখা ভালো?

শাস্ত্র মতে, বাড়িতে কৃষ্ণ তুলসী রাখা সবথেকে শুভ। এতে বাড়ির মঙ্গল হয়। বাড়িতে কৃষ্ণ তুলসী গাছ থাকলে তা যত্ন করি পরিচর্যা করা উচিত। কৃষ্ণ তুলসী নিস্তেজ হয়ে গেলে তা অশুভ।

  • 5/6

কোন তুলসীর পুজো করলে সংসারের মঙ্গল হয়?

একমাত্র, কৃষ্ণ তুলসী বা শ্যাম তুলসীই বাড়িতে রেখে পুজো করা উচিত। তাতে রোগ, গৃহস্থের অশান্তি দূর হয়। অশুভের বিনাশ হয়।
 

  • 6/6

তবে তুলসী নিয়ে আরও একটি মত আছে, বনতুলসী যদি বাড়িতে একসঙ্গে ১২ টি থাকে, তা হলে তা বৃন্দাবনের সমান। বাড়ির উত্তর পূর্ব দিকে ১২ বন তুলসীর গাছ রাখা ভালো। তাতে ঘরে সুখ সমৃদ্ধি আসে।
 

Advertisement
Advertisement