Advertisement

লাইফস্টাইল

Milk: সকালে না রাতে দুধ খাওয়া বেশি উপকারী? পুষ্টিবিদ যা বললেন

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Aug 2025,
  • Updated 8:39 PM IST
  • 1/9

দুধ প্রতিটি ব্যক্তির জন্য স্বাস্থ্যকর, সুষম ডায়েটের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। দুধ উপকারী, কিন্তু আপনি কি জানেন সকালে না রাতে কখন দুধ খেলে শরীরের বেশি উপকার? 

  • 2/9

ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতে ঘুমানোর আগে পর্যন্ত বিভিন্ন সময় মানুষ দুধ খায়। কিন্তু অনেকেরই অজানা কখন দুধ পান করা বেশি উপকারী।

  • 3/9

বিখ্যাত পুষ্টিবিদ শ্বেতা শাহ এক সাক্ষাৎকারে সকালে এবং রাতে কোন সময়ে দুধ পান করা বেশি উপকারী তা সম্পর্কে কথা বলেছেন।

  • 4/9

পুষ্টিবিদ বলেন, প্রথম কথা হল দুধ খাঁটি হওয়া উচিত, তবেই এর উপকারিতা পাওয়া যাবে।

  • 5/9

তিনি আরও বলেন, সকালে দুধ খাওয়ার চেয়ে রাতে দুধ খাওয়া বেশি উপকারী। রাতে খেলে সারা দিনের ক্লান্তি দূর হয় এবং শান্তিপূর্ণ ঘুম আসে।

  • 6/9

রাতে দুধ খেলে হজমশক্তি বৃদ্ধি পায় এবং শরীরে শক্তিও যোগায়। যার ফলে এটি পরের দিনের জন্য শরীরকে ভাল ভাবে প্রস্তুত করে।

  • 7/9

সকালে দুধ খেলে সারাদিন  উদ্যমী থাকা যায়। সকালে দুধ খাওয়া শিশু এবং শিক্ষার্থীদের জন্য সবচেয়ে ভাল।

  • 8/9

রাতে দুধ খাওয়া বয়স্ক এবং তরুণদের জন্য বেশি উপকারী। কারণ এতে ঘুম ভাল হয়। 

  • 9/9

যাদের হজমশক্তি দুর্বল তাদের সকালে দুধ পান করতে সমস্যা হতে পারে। ব্রেকফাস্টে দুধ খাওয়া এড়িয়ে চলা উচিত।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement