বয়ফ্রেন্ড তাঁকে ঠকাচ্ছে, এমন সন্দেহ বেশ কিছুদিন ধরেই করছিলেন এক যুবতী। কিন্তু কোনওভাবেই প্রমাণ পাচ্ছিলেন না। (সব ছবি প্রতীকী)
কয়েকদিন একটি মেল পান তিনি। সেটি আসলে এক অনলাইন সংস্থার মেল। তাঁর বয়ফ্রেন্ড একটি জামা অর্ডার দিয়েছিল, সেটির মেল।
এর পরেই ওই মহিলার সন্দেহ আরও বাড়ে। কারণ, তাঁর বয়ফ্রেন্ড কখনও তাঁকে জামা কিনে দেননি। ফলে এই জামা কাকে কিনে দিলেন, সেই বিষয়েই ভাবতে থাকেন ওই মহিলা।
শেষে ওই কাপড়ের দোকানেও তিনি চলে যান। সেখানে গিয়ে তাঁর সন্দেহই ঠিক হয়।
ওই মহিলা জানতে পারেন, অপর এক য়ুবতীর ঠিকানায় এই কাপড় পাঠানো হয়েছিল। আর সেই ঠিকানা তাঁর বান্ধবীর।
ওই মহিলা জানান, তাঁর বান্ধবীর আসল নাম ভ্যালারি। তিনি ওই যুবতীর বেস্ট ফ্রেন্ড।
এখন ওই মহিলা সোশ্যাল মিডিয়ার সাহায্য চেয়েছেন, এবার এই সম্পর্কে থেকে বেরিয়ে আসা উচিত।
তবে অনেকেই আবার বলেছেন, ওই মহিলার উচিত তাঁর বয়ফ্রেন্ড এবং বান্ধবীর সঙ্গে খোলাখুলি এ বিষয়ে কথা বলা।