Advertisement

লাইফস্টাইল

Relationship Tips: পুরুষের এই ৫ কথায় মন গলে যায় মহিলাদের, সম্পর্কে বাড়ে গভীরতা

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jan 2026,
  • Updated 3:33 PM IST
  • 1/8

পুরুষের কিছু কথায় মন গলে যায় মহিলাদের। তাঁরা ভালোবাসেন পুরুষের মুখে ওই সব কথা শুনতে। আর এই সব কথা যেই সব পুরুষ বলতে পারেন, তাঁরা মহিলাদের মণিকোঠায় স্থান পান। 
 

  • 2/8

মুশকিল হল, অধিকাংশ পুরুষই এটা জানেন না যে মহিলাদের মন পেতে ঠিক কোন কোন কথা বলতে হবে। তাই তাঁরা পছন্দের নারীর মন হরণ করতে পারেন না। 
 

  • 3/8

তাই আর সময় নষ্ট না করে এই নিবন্ধটি পড়ে নিন। কারণ, এখানে এমন ৫ কথা সম্পর্কে বলা হয়েছে, যেগুলি মহিলারা খুব ভালোবাসেন।

  • 4/8

তোমার মতো সুন্দর কেউ নেই- এই কথাটাই নিজের পছন্দের মহিলাকে বলে দিন। ব্যাস, তাহলেই দেখবেন তিনি আপনাকে মন দেবেন। আপনাকে ছাড়া ভাবতে পারবেন না। 

  • 5/8

তোমার মতো বড় মন কারও নেই- এই কথাটাও বলে ফেলুন। তাহলেই পছন্দের নারীর মন গলে যাবে। তিনি আপনার ভাসবাসায় হাবুডুবু খাবেন। 

  • 6/8

তোমায় ছাড়া এক সেকেন্ডও বাঁচা সম্ভব নয়- এই কথাটাও বলতে হবে। জানি কথাটা একটু সেকেলে মনে হচ্ছে। কিন্তু মহিলাদের মন পাওয়ার জন্য এর থেকে ভাল কথা যে আর দু'টি নেই। 
 

  • 7/8

তুমি খুবই দায়িত্ব নিয়ে সব সামলাও- আর এই কথাটাও মহিলারা শুনতে খুব পছন্দ করেন। তাই নিজের পছন্দের নারীকে এই কথাটা বললেও তিনি ভালবাসায় ভরিয়ে দিতে পারেন। 
 

  • 8/8

সবসময় তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে- এই কথাটাও তাঁকে বলে ফেলুন। হলফ করে বলতে পারি, তিনি আপনার কথা ভাববেন।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement