Advertisement

সম্পর্ক

Girls Secret Online Search: মেয়েরা গোপনে অনলাইনে যা যা দেখে রইল তেমনই ১০টি বিষয়; মিলিয়ে নিন

Aajtak Bangla
  • 23 Jun 2023,
  • Updated 8:22 PM IST
  • 1/8

ছেলেরা একটা কথা প্রায়ই বলে থাকে, ‘মেয়েদের মন বোঝা নাকি ভগবানেরও অসাধ্য!’ আসলে মেয়েদের অনেক বিষয়ই ছেলেরা জানে না, বোঝে না। আর এই অজানা বিষয়গুলি নিয়েই যত জল্পনা, ‘রহস্য’ বাসা বাঁধে ছেলেদের মনে।

  • 2/8

মেয়েদের মন জয় করতে হলে প্রথমে তাদের মন বোঝা জরুরি। এর জন্য ছেলেদের তাদের ভালো লাগা, পছন্দ-অপছন্দের খুঁটিনাটি সম্পর্কে জানা দরকার। আজ তেমনই কয়েকটা বিষয়ে আলোচনা করা হচ্ছে সেগুলি মেয়েরা অনলাইনে গোপনে সার্চ করে।

  • 3/8

অধিকাংশ মেয়েই নিজেদের সৌন্দর্য্যের বিষয়ে সবচেয়ে বেশি সতর্ক বা সচেতন। তাই তাদের গোপন অনলাইন সার্চের বেশিরভাগ বিষয়ই হল ত্বকের যত্ন, সৌন্দর্য্য রক্ষা সংক্রান্ত নানা খুঁটিনাটি প্রশ্ন।

  • 4/8

মেয়েদের গোপন অনলাইন সার্চে সবচেয়ে বেশি প্রশ্ন তাদের মুখ, হাত-পায়ের অবাঞ্ছিত লোম সংক্রান্ত। শরীরের অবাঞ্ছিত লোম তুলে ফেলার নিরাপদ উপায় কোনটি বা শরীরের লোম তোলার ঘরোয়া উপায় কী কী আছে ইত্যাদি বার বার জানতে চায় মেয়েরা।

  • 5/8

মেয়েরা গোপনে অনলাইনে ত্বকের বলিরেখা মুক্তির সহজ এবং পার্শ্বপ্রতিক্রিয়াহীন উপায় জানার চেষ্টা করেন। এর পরই মেয়েরা ‘আর্লি এজিং’ ঠেকানোর অন্যান্য ঘরোয়া কৌশল সম্পর্কে বেশি কৌতুহল প্রকাশ করে। কপালে ভাঁজ পড়া, চামড়া কুঁচকে যাওয়া ইত্যাদি প্রসঙ্গও তাদের গোপন অলাইন সার্চে রয়েছে।

  • 6/8

মেয়েরা তাদের মাথার চুল নিয়েও যথেষ্ট খুঁতখুঁতে। লম্বা ঘন চুল কীভাবে পাওয়া যায় বা এর যত্ন নেওয়ার উপায় সংক্রান্ত নানা খুঁটিনাটি প্রশ্ন। কোঁকড়ানো চুলের যত্ন কীভাবে নেওয়া যায়, চুল পড়া কমানোর জন্য কোন কোন ঘরোয়া উপায় সবচেয়ে নিরাপদ ইত্যাদি বিষয় জানার জন্য মেয়েরা বারবার মোবাইল-ল্যাপটপে ঘাঁটাঘাঁটি করেন।

  • 7/8

মেয়েদের গোপন অনলাইন সার্চের আর একটি অধিক চর্চিত বিষয় হল চোখের মেক-আপ সংক্রান্ত নানা খুঁটিনাটি প্রশ্ন রয়েছে। এর মধ্যে নানা আই শ্যাডো, স্মোকি আই, আই ল্যাশ ইত্যাদির বিষয়ে খুঁটিনাটি প্রশ্ন মেয়েরা বারবার করে।

  • 8/8

মেয়েরা ট্যাটুর বিষয়েও বেশ কৌতুহলি। ট্যাটু কি ত্বকের জন্য ক্ষতিকর? কোথায় কীরকম ট্যাটু করা ভাল, ট্যাটুতে স্কিন ক্যান্সারের ঝুঁকি আছে কিনা ইত্যাদি। এছাড়াও, ঋতুর সমস্যা, অবাঞ্ছিত গর্ভধারণ রোধের নানা খুঁটিনাটি বিষয়ে একাধিক প্রশ্নের উত্তর পেতে বারবার নেট ঘাঁটাঘাঁটি করে মেয়েরা।

Advertisement
Advertisement