Advertisement

লাইফস্টাইল

Buxa Forest Butterfly Park: বাঘের ডেরায় প্রজাপতি ও পাখির কূজন শুনতে চাইলে শীতে চলুন উত্তরের এই জঙ্গলে

Aajtak Bangla
Aajtak Bangla
  • আলিপুরদুয়ার,
  • 28 Nov 2025,
  • Updated 2:06 AM IST
  • 1/8

Buxa Forest Butterfly Park: ইস্টার্ন হিমালয়ান রিজ়িয়নে উন্নয়নের নাম করে লাগাতার বনভূমি কাটা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন পরিবেশ বিশেষজ্ঞরা। তাঁদের সতর্কবার্তা, এই ধারা চলতে থাকলে ভবিষ্যতে প্রাকৃতিক বিপর্যয়ের মাত্রা আরও বাড়বে।

  • 2/8

এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য, বিধায়ক শংকর ঘোষ, ন্যাফ-এর মুখপাত্র অনিমেষ বসু এবং ডুয়ার্সের কর্ণধার প্রদোষরঞ্জন সাহা-সহ বিশিষ্টজনেরা। বন রক্ষায় সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের বার্তাও দেন বক্তারা।

 

  • 3/8

ইতিমধ্যেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ঘেরা রাজা ভাতখাওয়ার প্রজাপতি উদ্যান শীতের মরশুমে রূপ নিয়েছে পাখিদের স্বর্গভূমিতে।

  • 4/8

২০১৭ সালে বন দফতরের উদ্যোগে তৈরি হওয়া চার একর জুড়ে এই উদ্যানটি প্রথমে পরিচিত ছিল প্রজাপতিদের আশ্রয়স্থল হিসেবে। বন দফতরের দাবি, এখানে এখনও পর্যন্ত দেখা মিলেছে ১৪১ প্রজাতির প্রজাপতির।

 

  • 5/8

তবে শীত নামতেই প্রজাপতির সংখ্যা কমে এলেও ভিড় বাড়ে নানা পাখির। স্পাইডার হান্টার, ক্রিমসন সানবার্ড, গোল্ডেন ফ্রন্টেড লিফ বার্ড-সহ বহু প্রজাতির পাখি এই উদ্যানে আশ্রয় নেয়।

  • 6/8

কয়েকশো গাছে ঘেরা হওয়ায় বক্সার জঙ্গল সাফারিতে যেসব পাখি দেখা যায়, তার অধিকাংশই শীতে চলে আসে এই উদ্যানে।

 

  • 7/8

শীতের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিচিরমিচিরে মুখর থাকে গোটা এলাকা। সেই দৃশ্য বন্দি করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন বন্যপ্রাণীপ্রেমীরা।

 

  • 8/8

ফলে এখন প্রজাপতির পাশাপাশি পাখি দর্শনের আকর্ষণেও আরও জনপ্রিয় হয়ে উঠছে রাজা ভাতখাওয়ার প্রজাপতি উদ্যান।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement