Advertisement

লাইফস্টাইল

Soybean for Health: সয়াবিনের বিষয়ে এটা জানার আগে ভুলেও খাবেন না!

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Nov 2025,
  • Updated 3:50 PM IST
  • 1/10

দামে কম। মানে ভাল। সস্তায় পুষ্টিকর খাবারের সমার্থক বলা যেতে পারে সয়াবিনকে।

  • 2/10

বিশেষত যাঁরা নিরামিষ খাওয়াদাওয়া করেন, তাঁদের প্রোটিনের চাহিদা মেটাতে এটি সাহায্য করে।

  • 3/10

পুষ্টিবিদরা বলছেন, সয়াবিন আইসোফ্লাভোন সমৃদ্ধ। এটি পলিফেনলের একটি সাবক্লাস।

  • 4/10

উদ্ভিদজাত হওয়ায় একে ফাইটোস্ট্রোজেন বলা হয়। কারণ এটি শরীরে ইস্ট্রোজেন রিসেপ্টর সংযুক্ত এবং সক্রিয় করতে পারে।

  • 5/10

গঠনগত সাদৃশ্যের কারণে, সয়া আইসোফ্লাভোন ইস্ট্রোজেন হরমোনের অনুরূপ বলে মনে করা হয়। ইস্ট্রোজেন স্ত্রী হরমোন।

  • 6/10

গবেষকরা বলছেন,সয়া আইসোফ্লাভোন ইস্ট্রোজেনের থেকে অনেকটাই আলাদা।

  • 7/10

তাই সয়াবিন খেলেই যে পুরুষদের শরীরে মহিলা হরমোন বেড়ে যাবে, সেই ধারণা সঠিক নয়। তাছাড়া সয়াবিন সাধারণত কেউ প্রচুর পরিমাণে খানও না।

  • 8/10

ফলে মাঝে মাঝে সয়াবিন খাওয়া চলতেই পারে। এতে দুর্দান্ত প্রোটিন, ক্যানসাররোধী, হার্টের স্বাস্থ্য রক্ষাকারী উপকারিতা রয়েছে।
 

  • 9/10

সয়াবিন খেলেই যে পুরুষদের শরীরে মহিলা হরমোন বেড়ে যাবে, সেই ধারণা সঠিক নয়। 

  • 10/10

মাঝে মাঝে সয়াবিন খাওয়া চলতেই পারে। এতে দুর্দান্ত প্রোটিন, ক্যানসাররোধী, হার্টের স্বাস্থ্য রক্ষাকারী উপকারিতা রয়েছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement