Advertisement

লাইফস্টাইল

Darjeeling Winter Snowfall: দার্জিলিঙের কোথায় গেলে তুষারপাত পাবেন? জেনে নিন জায়গাগুলো

Aajtak Bangla
Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 04 Jan 2026,
  • Updated 5:59 PM IST
  • 1/10

Darjeeling Winter Snowfall: রবিবারের ছুটির সকালে শীতের আবহে বাড়তি আনন্দ এনে দিল তুষারপাত। এ দিন সকাল থেকেই নাথুলা ও শেরথাং এলাকায় নতুন করে বরফ পড়তে শুরু করে। হালকা থেকে মাঝারি তুষারপাতের জেরে সীমান্তবর্তী এই উচ্চ পার্বত্য অঞ্চলে শীতের দাপট আরও বেড়েছে বলে জানাচ্ছে স্থানীয় সূত্র।

 

  • 2/10

সকাল থেকেই নাথুলা ও শেরাথাং এলাকায় আকাশ ছিল ঘন মেঘে ঢাকা। মাঝেমধ্যেই ঝরে পড়ছিল বরফের কণা। তুষারপাতের ফলে রাস্তা, পাহাড়ি ঢাল ও গাছপালা ধীরে ধীরে সাদা চাদরে ঢেকে যেতে শুরু করে। কনকনে ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রায় প্রভাব পড়েছে।

 

  • 3/10

তুষারপাতের জেরে নিরাপত্তার কথা মাথায় রেখে সেনা ও প্রশাসনের তরফে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। নাথুলা রুটে পর্যটকদের চলাচলের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি ছাড়া যেতে নিষেধ করা হয়েছে। কোথাও কোথাও যান চলাচলেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

 

  • 4/10

এর পাশাপাশি উত্তর সিকিমের জনপ্রিয় পর্যটন কেন্দ্র জিরো পয়েন্টেও রবিবার সকালেই তুষারপাত হয়। চারপাশ বরফে ঢেকে যাওয়ায় সেখানে উপস্থিত পর্যটকদের মধ্যে প্রবল উচ্ছ্বাস দেখা যায়। অনেকেই বরফে খেলাধুলায় মেতে ওঠেন, কেউ আবার ছবি ও ভিডিও তুলে মুহূর্তগুলি স্মৃতিবন্দি করেন।

 

  • 5/10

শনিবার দার্জিলিং পাহাড়ের সর্বোচ্চ পর্যটন কেন্দ্র সান্দাকফু ও ফালুটেতেও তুষারপাত হয়েছিল। রবিবারেও ওই দুই এলাকায় আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ ফের হালকা তুষারপাত হতে পারে এই অঞ্চলে। বর্তমানে সান্দাকফুতে তাপমাত্রা মাইনাস ২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে।

 

  • 6/10

একটানা তুষারপাতের জেরে পাহাড়ের উঁচু এলাকাগুলিতে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে নেমে গিয়েছে। দার্জিলিং, কালিম্পং ও সিকিমের পার্বত্য অঞ্চলে ভোর ও রাতের দিকে কুয়াশা ও তীব্র শীতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস।

 

  • 7/10

তবে শীত বাড়লেও বরফে মোড়া পাহাড়ি দৃশ্য দেখতে দূরদূরান্ত থেকে পর্যটকদের ভিড় বাড়ছে। রবিবারের ছুটির দিনে পাহাড়ে পর্যটকদের আনাগোনায় আলাদা চাঞ্চল্য লক্ষ্য করা যায়। বহু পর্যটকই শীতের এই মুহূর্ত উপভোগ করতে আগেভাগেই বুকিং করেছিলেন।

 

  • 8/10

পর্যটকদের ভিড় বাড়ায় হোটেল, হোমস্টে এবং পর্যটন পরিষেবার সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের মুখেও হাসি ফুটেছে। পর্যটন ব্যবসার সঙ্গে যুক্তদের আশা, এই তুষারপাত শীতের মরসুমে পাহাড়ি পর্যটনে নতুন গতি আনবে।

 

  • 9/10

তবে প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বরফ পড়লে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ার আশঙ্কা থাকায় উঁচু এলাকায় যাওয়ার আগে আবহাওয়ার আপডেট দেখে নেওয়ার কথা বলা হয়েছে। প্রয়োজন ছাড়া রাতের দিকে পাহাড়ি রাস্তায় চলাচল এড়ানোরও পরামর্শ দেওয়া হয়েছে।

 

  • 10/10

পর্যটন ব্যবসার সঙ্গে যুক্তরা আশাবাদী, আগামী কয়েকদিন এই আবহাওয়া উত্তরবঙ্গ ও সিকিমের পর্যটনে ইতিবাচক প্রভাব ফেলবে। শীতের মরসুমে বরফ দেখার আকর্ষণেই পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে মনে করছেন তাঁরা।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement