North Sikkim Tourism: দীর্ঘ প্রতীক্ষার অবসান। পুজোর ঠিক আগেই পর্যটনের রাস্তায় খানিকটা স্বস্তির বাতাস বইল উত্তর সিকিমে। অবশেষে আগামী সোমবার থেকে খুলে দেওয়া হচ্ছে লাচুং।
শনিবার মংগন জেলা প্রশাসনের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও লাচেন এখনও পর্যটকদের জন্য বন্ধই থাকছে।
বর্ষা পুরোপুরি বিদায় না নেওয়ায় ও কিছু এলাকায় রাস্তার হাল বেহাল থাকায় আপাতত সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনও পরিকল্পনা নেই প্রশাসনের।
গত কয়েক মাস ধরেই লাচুং ও লাচেন পর্যটকদের জন্য বন্ধ ছিল। চলতি বছরের মে মাসের শেষের দিকে খোলার পর আবার জুনে একাধিক জায়গায় ধস নামায় বন্ধ করে দেওয়া হয় উত্তরের দরজা।
বিশেষ করে ছাতেন সেনাছাউনির কাছে ধসে নিখোঁজ হন ছয় সেনাকর্মী, যাদের মধ্যে তিনজনের দেহ পরে উদ্ধার হয়। এরপরই কড়া সিদ্ধান্তে পর্যটক প্রবেশ বন্ধ করে প্রশাসন।
তবে পুজো যত এগিয়ে এসেছে, লাচুং ও লাচেন খুলে দেওয়ার দাবিও তত জোরাল হয়েছে। সেই প্রেক্ষিতেই বিগত কয়েক সপ্তাহ ধরে পরিস্থিতি খতিয়ে দেখতে ধারাবাহিক বৈঠকে বসছিলেন জেলা প্রশাসনের কর্তারা।
শনিবার জেলা শাসকের উপস্থিতিতে উচ্চ পর্যায়ের এক বৈঠকে লাচুং খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসন সূত্রে খবর, রবিবার থেকেই লাচুং যাওয়ার পারমিট ইস্যু করা শুরু হবে।
পারমিট সেলের ইনচার্জ রোশন প্রধান জানিয়েছেন, ‘সোমবার থেকে লাচুং পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে। রবিবার থেকেই পারমিটের জন্য আবেদন করা যাবে।’
অন্যদিকে, লাচেন খোলার বিষয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। প্রায়দিন পাহাড়ে ধস নামায় রাস্তা মেরামতের কাজ ব্যাহত হচ্ছে। গত ১৯ অগাস্ট ধস নামায় মৃত্যু হয়েছে তিন শ্রমিকের। সেই সঙ্গে এখনও বর্ষা পুরোপুরি বিদায় নেয়নি। ফলে নতুন করে ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।
তবু লাচুং খুলে যাওয়ায় আশাবাদী উত্তর সিকিমের পর্যটন ব্যবসায়ীরা। তাঁদের আশা, পুজোর ক’দিনে কিছু পর্যটক এলেই দীর্ঘদিনের ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া যাবে।