Advertisement

লাইফস্টাইল

Teesta River Rafting Resume: দুর্যোগ কাটিয়ে তিস্তায় ফিরল অ্যাডভেঞ্চার ট্যুরিজম, শুরু রিভার রাফটিং

Aajtak Bangla
Aajtak Bangla
  • দার্জিলিং,
  • 23 Oct 2025,
  • Updated 3:29 PM IST
  • 1/8

দুর্যোগের ধাক্কা কাটিয়ে পাহাড়াঞ্চল ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে। সেইমতো বন্ধ হওয়া তিস্তার রিভার র‌্যাফ্টিংও গত সপ্তাহ থেকে পুনরায় চালু হয়েছে। তবে নিরাপত্তার কথা মাথায় রেখে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্য়াডমিনিস্ট্রেশন একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে।

 

  • 2/8

রিভার র‌্যাফ্টিং শুরু হলেও লাইফ জ্যাকেট ও হেলমেট পরা বাধ্যতামূলক। এছাড়া, নদীতে স্টান্ট করা বা বিপজ্জনক খেলা যাতে কেউ না করে, তাও বিশেষভাবে নজরদারি করতে বলা হয়েছে।

 

  • 3/8

নিরাপত্তার পাশাপাশি দক্ষ গাইডদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। র‌্যাফ্টিংয়ের সময় গাইডরা পর্যটকদের সঠিকভাবে নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করবেন।

 

  • 4/8

জিটিএ পর্যটন বিভাগের ফিল্ড ডিরেক্টর দাওয়া গ্যালপো শেরপা বলেন, “রিভার র‌্যাফ্টিং পর্যটকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। তাই পর্যটন মরশুমে এটিকে পুনরায় চালু করার জন্য গাইডদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।”

 

  • 5/8

অ্যাডভেঞ্চার ট্যুরিজমের অন্যতম আকর্ষণ হল তিস্তায় রোমাঞ্চকর রিভার র‌্যাফ্টিং। দেশ-বিদেশের পর্যটকরা এখানে রোমাঞ্চ উপভোগ করতে আসেন।

 

  • 6/8

দুর্যোগের পর পর্যটকরা র‌্যাফ্টিং নিয়ে কতটা আগ্রহ দেখাবেন তা নিয়ে শঙ্কা ছিল। তবে পুনরায় চালুর পর দেখা গেছে আগের মতোই পর্যটকদের মধ্যে উৎসাহ রয়েছে।

 

  • 7/8

জিটিএ জানিয়েছে, রিভার র‌্যাফ্টিং পুনরায় শুরু হওয়ায় পর্যটকদের থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। তবে দুর্ঘটনা এড়াতে সবরকম সতর্কতা মেনে চলা হবে।

 

  • 8/8

সব মিলিয়ে, পাহাড়ের সৌন্দর্য ও রোমাঞ্চের আনন্দ দুইই ফিরেছে তিস্তায়। পর্যটকরা নিরাপদে রিভার র‌্যাফ্টিং উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement