Advertisement

ক্রিকেট

T20 World Cup Champion India: ১৭ বছর পর টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন, ভারতের জয়ে মাতোয়ারা দেশ

Aajtak Bangla
  • ব্রিজটাউন,
  • 30 Jun 2024,
  • Updated 1:19 AM IST
  • 1/11

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর চ্যম্পিয়ন হল ভারত। টি ২০ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা দখল করল ভারত।

  • 2/11

বিরাট কোহলি, জসপ্রীত বুমরা, অক্ষর প্যাটেলের কাঁধে ভর করে চ্যাম্পিয়ন হল ভারত।

  • 3/11

ভারত জেতার পর থেকেই বিভিন্ন জায়গায় সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে। দিল্লি থেকে কলকাতা, শিলিগুড়ি থেকে শ্য়ামনগর জয়ের আনন্দে মেতে উঠেছে জনতা।

  • 4/11

ম্যাচের সেরা বিরাট কোহলি, দুর্দান্ত বোলিংয়ে ভারতকে ম্যাচে ফেরানো বুমরাহ, দুর্দান্ত ক্যাপ্টেন্সিতে মাথা ঠাণ্টা রাখা রোহিত শর্মা।

 

  • 5/11

ম্যাচের অনেক মুহূর্ত তৈরি হয়েছিল। তবে বিশেষজ্ঞদের মতে সূর্য কুমার যাদবের নেওয়া ডেভিড মিলারের ক্যাচটা নেওয়াই টার্নিং পয়েন্ট।

  • 6/11

১৭ বছর আগে প্রথম টি২০ বিশ্বকাপ জিতেছিল ভারত। অধিনায়ক ধোনির নেতৃত্বে। তারপর গঙ্গা, যমুনা দিয়ে অনেক জল গড়িয়েছে। কিন্তু ফল বদলয়ানি।

  • 7/11

এদিন ম্যাচের আগে বিরাট কোহলিকে নিয়ে নানা প্রশ্ন ছিল। প্রায় সকলেই তাঁর সাথ ছেডে় দিচ্ছিলৈন।

  • 8/11

পাশে দাঁড়িয়েছিলেন একমাত্র অধিনায়ক রোহিত শর্মা। ফাইনালে ক্যাপ্টেনকে যোগ্য উত্তর দিয়েছেন তিনি। ৭৬ রানের ইনিংস খেলে দলকে জয়ের ভিত গড়ে দিয়েছেন।

  • 9/11

এরপর তিনি ম্যাচ জিততেই টি২০ থেক অবসরের ঘোষণা করলেন তিনি। যা চমকে দিয়েছে গোটা বিশ্বকো।

  • 10/11

সেই সঙ্গে এদিন বলতে হয় অক্ষর প্যাটেলের কথাও। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারানোর পর বিরাটের সঙ্গে হাল ধরেন অক্ষর প্যাটেলও।

  • 11/11

তার ৪৭ রান দলকে জয়ের পথে অনেকটা এগিয়ে দেয়। শিভম দুবেকে নিয়ে অনেকের প্রশ্ন ছিল। এদিন তিনি যথাযোগ্য ইনিংস খেলে জবাব দিলেন।

Advertisement
Advertisement