টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যবীর খেলছেন দিল্লি প্রিমিয়ার লিগে (DPL) ২০২৫-এ সেন্ট্রাল দিল্লি কিংসের হয়ে মাঠে নেমেই বাবাকে মনে করাচ্ছেন।
২৭ আগস্ট (বুধবার) ইস্ট দিল্লি রাইডার্সের বিপক্ষে ডিপিএলে তাঁর অভিষেক ম্যাচ খেলেন আর্যবীর সেওয়াগ।
ওপেন করতে আসা আর্যবীর ১৬ বলে করেন ২২ রান। মারেন চারটি চার। ইনিংসের তৃতীয় ওভারে নবদীপ সাইনির বিরুদ্ধে দুই বলে দু'টি চার মারেন সেওয়াগের।
পঞ্চম ওভারে আর্যবীর, রৌনক ভাঘেলার বিপক্ষে আরও দুটি চার মারেন। তবে, সেই ওভারে তিনি আউট হন।
এই ছোট ইনিংসেও আর্যবীরের ক্লাসের এক ঝলক দেখা গেল। তাঁর ব্যাটিং স্টাইল দেখে বাবা সেওয়াগের কথা মনে পড়ে যাচ্ছিল সমর্থকদের।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে, সেন্ট্রাল দিল্লি কিংস প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ছয় উইকেটে ১৫৫ রান করে।
বাবর মতোই তাঁকে নির্ভীক এবং আক্রমণাত্মক মেজাজে দেখা গেল।
জবাবে, ইস্ট দিল্লি রাইডার্স মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায়। ৬২ রানে হারতে হয় তাদের।
ফাস্ট বোলার মণি গ্রেওয়াল ৫টি উইকেট নেন, যার মধ্যে একটি হ্যাটট্রিকও (পরপর তিন বলে তিনটি উইকেট) ছিল।
নিলামে সেওয়াগের বড় ছেলে আর্যবীরকে সেন্ট্রাল দিল্লি কিংস ৮ লক্ষ টাকায় কিনেছে। তবে তাঁর ছোট ছেলে বেদান্ত, ডিপিএল নিলামে কোনও দল পাননি।