Advertisement

খেলা

Achinta Sheuli : ৮ বছর বয়সে বাবাকে হারান, দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও সোনা হাওড়ার অচিন্ত্যর

Aajtak Bangla
  • দিল্লি,
  • 01 Aug 2022,
  • Updated 1:23 PM IST
  • 1/7

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে (Birmingham 2022 Commonwealth Games) ভারোত্তলনে সোনা জিতেছেন হাওড়ার অচিন্ত্য শিউলি (Achinta Sheuli)। আন্তর্জাতিক মঞ্চে আবারও উজ্জ্বল করেছেন বাংলার নাম। 

  • 2/7

তবে, হাওড়া থেকে বার্মিংহ্যামের এই যাত্রা অবশ্য খুব সহজ ছিল না অচিন্ত্যর। রীতিমতো বছরের পর বছর দারিদ্র্যের সঙ্গে লড়াই করতে করতে আন্তর্জাতিকমহলে স্বীকৃতি অর্জন করলেন হাওড়ার এই যুবক। 

  • 3/7

মা ও দাদাকে নিয়ে অচিন্ত্যর পরিবার। ছোট বেলায় দাদার সঙ্গে শারীরিক কসরতের মধ্যে দিয়ে শরীর চর্চা শুরু। ধীরে ধীরে ভারোত্তলনের অনুশীলন শুরু হয়। 

আরও পড়ুনফ্রি-তে ৩টি গ্যাস সিলিন্ডার পেতে করুন এই কাজ, আজই শেষ দিন

  • 4/7

বাবা মাত্র ৮ বছর বয়সেই বাবা মারা যান। হটাৎই অথৈ জলে পড়ে পরিবার। পরিবারের হাল ধরতে শরীর চর্চার রাস্তা ছাড়তে হয় দাদা অলোক শিউলিকে। তবে ভাইয়ের স্বপ্ন ভেঙে যেতে দেননি তিনি। 

  • 5/7

মা ও বড় ভাই দিনরাত পরিশ্রম করে বাঁচিয়ে রাখেন অচিন্ত্যর ভারোত্তোলক হওয়ার লড়াই। তবে মা ও দাদার ত্যাগের সম্মান রেখেন অচিন্ত্যও। ২০১৮ সালে খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে সোনা জেতেন তিনি। ২০১৯ সালে কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপের সিনিয়র পর্যায়েও জেতেন সোনা।

  • 6/7

এরপর ২০২১ সালের আন্তর্জাতিক যুব ভারোত্তোলক প্রতিযোগিতায় রুপোর পদক পেয়ে দ্বিতীয় স্থানে যাত্রা শেষ করেন। দ্বিতীয় কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপেও পদক আসে সেবছরই। আর এবাএকেবার বার্মিংহ্যাপ কমনওয়েলথে এল সোনা।

  • 7/7

এই পদক নিজের দাদাকে উৎসর্গ করেছেন অচিন্ত্য। একইসঙ্গে তা উৎসর্গ করেছেন কোচেদেরও। সোনা জিতে হাওড়ায় যুবক বুঝিয়ে দিলেন, ভার যতই হোক, হাসি মুখেই তা উত্তোলন করবেন তিনি। 

Advertisement
Advertisement