Advertisement

খেলা

আসল মানুষটাকে যাঁরা চিনেছে... বিরাট-জবাব অনুষ্কার!

Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Dec 2021,
  • Updated 1:35 PM IST
  • 1/9

একটা আপাত নিরীহ পোস্ট। সঙ্গে দু'জনের কাটানো নানান সুখকর মুহূর্তের ছবি। ইনস্টাগ্রামে দীর্ঘ লেখনীতে বিবাহবার্ষিকী উদযাপন করেছেন বিরাট-ঘরণী অনুষ্কা শর্মা। যে লেখার সবটা জুড়ে রয়েছে স্বামীর প্রশংসা। যা যুগপৎ ইঙ্গিতবাহীও। যে লেখায় কোহলির মন্তব্য,'তুমি আমার জগৎ।' 

  • 2/9

চতুর্থ বিবাহবার্ষিকীতে বিরাটের সঙ্গে তাঁর ১০টি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অনুষ্কা। তাতে লিখেছেন,''সহজ পথ বলে কিছু হয় না। তোমার পছন্দের গান ও কথায় চিরকাল এভাবেই থেকেছো। সম্পর্ক-সহ সব ক্ষেত্রেই এই শব্দগুলি সত্যি।''

  • 3/9

বিরাট তাঁকে অনুপ্রাণিত করে বলেও জানিয়েছেন অনুষ্কা। লিখেছেন, এই ভেবে নেওয়ার জগতে তোমার মতো ব্যক্তি হতে গেলে প্রচণ্ড সাহস দরকার। দরকারে আমাকে অনুপ্রাণিত করা এবং আমার কথা মাথা ঠান্ডা রেখে শোনার জন্য ধন্যবাদ।''  

  • 4/9

চলতি সপ্তাহেই ওয়ান ডে অধিনায়কত্ব ছেড়ে সরানো হয়েছে বিরাট কোহলিকে। তাঁর জায়গায় অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। রোহিতের সঙ্গে তাঁর সম্পর্কের রসায়ন কেমন হবে, তা নিয়ে জল্পনার অন্ত নেই। বিশেষ করে দু'জনেই তিন ফর্ম্য়াটে খেলেন যখন! তবে বিরাট কোহলি নিরাপত্তাহীনতায় ভোগেন না বলে পোস্টে উল্লেখ করেছেন তাঁর ঘরণী। অনুষ্কার কথায়,''নিশ্চয়তা না থাকলে দু'জন সমান মানুষের বিবাহ টেকে না। আর তুমি আমার জীবনে দেখা সবচেয়ে নিশ্চিন্ত মানুষ।''  

  • 5/9

সাজঘরের পরিবেশ নিয়ে বিরাটের বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে। সূত্রের খবর, তাঁর সঙ্গে জুনিয়ররা কথা বলতে পারেন না। তারও যেন জবাব দিয়েছেন অনুষ্কা। 

  • 6/9

অনুষ্কা লিখেছেন,''আগেও বলেছি আসল তোমাকে যাঁরা চিনেছে তাঁরা ভাগ্যবান, তোমার সমস্ত সাফল্যের পিছনে আসল মানুষটা, তৈরি করা ভাবমূর্তির পিছনের সেই পুরুষটিকে।''    

  • 7/9

বিরাট-জায়ার আশা,''এভাবেই তাঁদের সম্পর্কে ভালবাসা, সততা ও স্বচ্ছতা থেকে যাক। আমরা যেন এভাবেই দুষ্টুমি করে চলি। এটাই ভাল লাগে আমার।''    
 

  • 8/9

অনুষ্কার বিবাহবার্ষিকীর পোস্ট আপাত নিরীহ হলেও যেভাবে বিরাটের প্রশংসায় শব্দচয়ন করেছেন স্ত্রী অনুষ্কা, তা অনেক প্রশ্নের জবাব বলেও মনে করছে বিভিন্ন মহল। 

  • 9/9

সূত্রের খবর, একদিনের নেতৃত্ব ছাড়তে চাননি বিরাট। তাঁকে ৪৮ ঘণ্টা সময় দিয়ে রোহিতকে নেতা বেছে নেন নির্বাচকরা। একদিনের ক্রিকেটে ভারতের সফলতম অধিনায়কের সঙ্গে বোর্ডের এই আচরণ মেনে নিতে পারেননি ভক্তরা। নেট মাধ্যমে বিসিসিআই ও সৌরভকে দুষেছেন তাঁরা। ২৪ ঘণ্টা পরে বিরাটকে ধন্যবাদ জানিয়ে পোস্টও করে বিসিসিআই। কিন্তু এ পর্যন্ত সদ্য় প্রাক্তন ওয়ান ডে অধিনায়কের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।   

Advertisement
Advertisement