Advertisement

খেলা

ব্যাট-বলের লড়াই পিছনের সারিতে, Ashes-এ ময়দান কাঁপাচ্ছেন সুন্দরীরা

Aajtak Bangla
Aajtak Bangla
  • সিডনি,
  • 12 Dec 2021,
  • Updated 12:29 AM IST
  • 1/8

ক্রিকেটের সবচেয়ে বড় লড়াইয়ের মধ্যে একটা ধরা হয় অ্য়াসেজ সিরিজে। অস্ট্রেলিয়াতে চলছে অ্যাসেজ। ব্রিসবেনে খেলা প্রথম টেস্টে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গিয়েছে। কিন্তু আপনি কী জানেন ! যে অ্যাসেজের ক্রিকেট এখন গৌণ। খবরের শিরোনামে উঠে এসেছে ক্রিকেটারদের গার্লফ্রেন্ড অথবা কমেন্টেটর সুন্দরী। অ্য়াসেজ-এর ব্যাট-বলের লড়াই এখন পেছনের সারিতে।

  • 2/8

ইংল্যান্ডের অধিনায়ক জো রুটের ওপর সবার নজর রয়েছে। তিনি ভাল ফর্মে রয়েছেন। কিন্তু সে জন্য নয়। আসলে নজর তাঁর তার স্ত্রী কেরি রুট-এর দিকে। নিজের টিম এর সমর্থনে গলা ফাটাচ্ছেন কেরি। ২০১৮ সালে দুজনে বিয়ে করেন এখন তারা দুই বাচ্চার বাবা মা। তবে তাকে দেখে বোঝা যাচ্ছে, তাঁর রূপে মুগ্ধ গোটা দুনিয়া।

  • 3/8

ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডকে ভারতীয়রা বিশেষ করে কখনওই ভুলবেন না। তার কারণ তারই বলে যুবরাজ সিং ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে ছিলেন। যদিও পরবর্তীতে তিনি সাদা বলের ক্রিকেট থেকে অবসরে চলে যান এবং শুধুমাত্র লাল বলের ক্রিকেট চালিয়ে যাচ্ছেন। তিনি ইংল্যান্ডে অন্যতম সেরা উইকেট টেকার। স্টুয়ার্ট ব্রডের বাগদত্তা মলি কিং সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে সেন্সেশন হয়ে গিয়েছেন। ৩৪ বছর বয়সী মলি কিং বিবিসির স্পোর্টস করেন রূপ-লাবণ্যে মুগ্ধ দুনিয়া।

  • 4/8

ইংল্যান্ডের সুপারস্টার জেমস অ্যান্ডারসন ড্যানিয়েল এর আগে মডেল ছিলেন। জেমস অ্যান্ডারসন এবং ড্যানিয়েলার বিয়ে হয় ২০০৬ সালে দুজনের সাক্ষাৎ হয়েছিল। প্রথম ২০০৪ এ বিশেষ ব্যাপার হল যেটা নিয়ে জেমস অ্যান্ডারসনের চেয়ে ৮ বছরের বড়। তাতে কী ড্যানিয়েলার রূপে শুধু গোটা দুনিয়া নয়, জেমস অ্যান্ডারসন পাগল হয়ে রয়েছেন। তিনি অ্যাসেজের অন্যতম আকর্ষণ।

  • 5/8

অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার আগের টেস্ট ম্যাচে খুব ভালো খেলেছেন। তা খেলুন, তা নিয়ে কারও মাথা ব্য়থা নেই। ডেভিড ওয়ার্নারের স্ত্রী ক্যান্ডিশ ওয়ার্নার সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যেই ফেমাস। বিশেষ করে তিনি ভারতের প্রচন্ড জনপ্রিয়। নিজেই একজন স্পোর্টস পার্সোনালিটি এবং টিভি স্টার। তার পেশিবহুল শরীর অনেক মহিলার কাছে ঈর্ষার কারণ।

  • 6/8

অস্ট্রেলিয়ার ক্যামেরুন গ্রিনের গার্লফ্রেন্ড এমিলি রেডউড একজন নিউট্রিশনিস্ট। তিনি এই কোর্সে মাস্টার্স করছেন। ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে এমিলিকে দেখা গিয়েছিল। আকর্ষণীয় চেহারা বা ব্যক্তিত্বও এমিলিকেও অ্যাসেজের মুখ করে তুলেছে।

  • 7/8

এবার যার কথা বলব তিনি প্রাক্তন ইংলিশ ক্রিকেটার এবং ভারতীয় বংশোদ্ভূত বাঙালি কন্যা ইশা গুহ। তিনি অবশ্য কারও স্ত্রী নন। তিনি কমেন্ট্রি করছেন। ঈশা নিজের ক্যারিয়ারে একশর বেশি ওয়ানডে ক্রিকেট খেলেছেন। ভারতের সঙ্গে যোগাযোগ রাখা ঈশা ভারতের বিরুদ্ধে নিজের ডেবিউ করেছিলেন। স্পোর্টসম্যানসুলভ আকর্ষণীয় শরীর ও চেহারাও অ্যাসেজের আকর্ষণ।

  • 8/8

অ্যাসেজের ঠিক আগে অস্ট্রেলিয়া টিম অধিনায়ক হওয়ার পর প্যাট কামিন্স লাগাতার খবরের শিরোনামে রয়েছেন। প্রথম ম্যাচে তিনি দুর্দান্ত বোলিং করেছেন। পাশাপাশি প্যাট কামিন্স এর স্ত্রী বেকি বোস্টন সম্প্রতি মা হয়েছেন। আইপিএল খেলেঅস্ট্রেলিয়ার ফিরে গিয়েছেন কামিন্স, তখন তাঁর স্ত্রী বেকির সঙ্গে রিইউনিয়নের ভিডিও ভাইরাল হয়েছে। এসময় তিনি এই মুহূর্তে চর্চায় রয়েছেন তাঁর স্ত্রীর কারণে।

Advertisement
Advertisement