শনিবার রাতে বেঙ্গালুরু এফসিকে ফাইনালে হারিয়ে আইএসএল (ISL Champion) চ্যাম্পিয়ন হয় এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। পাশপাশি মোহনবাগানের সামনে থেকে এটিকে নাম তুলে নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা।
বেঙ্গালুরুকে টাইব্রেকারে হারানোর পর মোহনবাগানের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয় সঞ্জীব গোয়েঙ্কার এই বক্তব্য। সারা রাত বৃষ্টিতে ভিজে সেলিব্রেশনে মাতে সবুজ-মেরুন জনতা। যারা রিমুভ এটিকে-র দাবিতে এতদিন আন্দোলন চালিয়ে এসেছেন তাঁরাও খুশি। ময়দানে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরাও।
ক্লাবের সামনে সবুজ-মেরুন স্মোক উড়তে থাকে। বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে ওঠেন মোহনবাগান ফ্যানরা। গোটা শহর জুড়ে সবুজ-মেরুন জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গোয়াতেও সারা রাত পার্টি করেন ফুটবলাররা।
আগামী মরশুমে মোহনবাগান সুপার জায়েন্টস নামে খেলবে সবুজ-মেরুন। চ্যাম্পিয়ন হয়ে এই কথাই ঘোষণা করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। একে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ তার ওপর আবার এটিকে উঠে যাওয়া। সবমিলিয়ে উচ্ছ্বাস যেন দ্বিগুণ মোহনবাগানের সমর্থকদের।
নির্ধারিত সময় ফল ২-২ থাকায় ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। ফলাফল না মেলায় টাইব্রেকারে চলে যায় ম্যাচ। সেখানেই বাজিমাত করে মোহনবাগান। শট বাঁচিয়ে নায়ক হন বিশাল কাইত।
গোয়ার মাঠ থেকে আবারও কাপ জিতে ফিরছেন সবুজ-মেরুন ফুটবলাররা। কলকাতাতেও চলবে উৎসব। রবিবার দুপুরেই চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে কলকাতায় পৌঁছে যাচ্ছে মোহনবাগান। দুপুর ১২:৪০-এ কলকাতায় চলে আসবেন দিমিত্রি পেত্রাতোস, প্রীতম কোটালরা।
এরপর বিমানবন্দর থেকে সোজা জাজেস কোর্টে আরপিএসজি-র অফিসে পৌঁছে যাবেন জুয়ান ফেরান্দরা। সেখানেই হবে আইএসএল জয়ের সেলিব্রেশন। রবিবার রাতে বেঙ্গালুরুকে টাইব্রেকারে হারিয়ে জয় পায় মোহনবাগান।
সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ফাইনালে এই জয়ের পর সারা রাত চলে পার্টি। এরপরই মোহনবাগানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, রবিবার দুপুর ১২:৪০-এ কলকাতায় নামবেন চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষ হওয়ার পর হোটেলে ফেরার সময় বাসে মোহনবাগানের গানে গলা মেলাতে দেখা যায় প্রীতম পেত্রাতোসদের। বাসেই চলে নাচ।