Advertisement

খেলা

Mohun Bagan: মোহনবাগানের জয়ে খেলা-সংসার মিলে মিশে একাকার, মাঠেই স্ত্রীকে 'কিস' শুভাশিসের

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Mar 2023,
  • Updated 11:42 AM IST
  • 1/8

শনিবার রাতে বেঙ্গালুরু এফসিকে ফাইনালে হারিয়ে আইএসএল (ISL Champion) চ্যাম্পিয়ন হয় এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। পাশপাশি মোহনবাগানের সামনে থেকে এটিকে নাম তুলে নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কা। 
 

  • 2/8

বেঙ্গালুরুকে টাইব্রেকারে হারানোর পর মোহনবাগানের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয় সঞ্জীব গোয়েঙ্কার এই বক্তব্য। সারা রাত বৃষ্টিতে ভিজে সেলিব্রেশনে মাতে সবুজ-মেরুন জনতা। যারা রিমুভ এটিকে-র দাবিতে এতদিন আন্দোলন চালিয়ে এসেছেন তাঁরাও খুশি। ময়দানে ফেরার প্রস্তুতি শুরু করে দিয়েছেন তাঁরাও।
 

  • 3/8

ক্লাবের সামনে সবুজ-মেরুন স্মোক উড়তে থাকে। বাঁধনহারা উচ্ছ্বাসে মেতে ওঠেন মোহনবাগান ফ্যানরা। গোটা শহর জুড়ে সবুজ-মেরুন জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। গোয়াতেও সারা রাত পার্টি করেন ফুটবলাররা।
 

  • 4/8

আগামী মরশুমে মোহনবাগান সুপার জায়েন্টস নামে খেলবে সবুজ-মেরুন। চ্যাম্পিয়ন হয়ে এই কথাই ঘোষণা করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। একে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ তার ওপর আবার এটিকে উঠে যাওয়া। সবমিলিয়ে উচ্ছ্বাস যেন দ্বিগুণ মোহনবাগানের সমর্থকদের।
 

  • 5/8

নির্ধারিত সময় ফল ২-২ থাকায় ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। ফলাফল না মেলায় টাইব্রেকারে চলে যায় ম্যাচ। সেখানেই বাজিমাত করে মোহনবাগান। শট বাঁচিয়ে নায়ক হন বিশাল কাইত।


 

  • 6/8

গোয়ার মাঠ থেকে আবারও কাপ জিতে ফিরছেন সবুজ-মেরুন ফুটবলাররা। কলকাতাতেও চলবে উৎসব। রবিবার দুপুরেই চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে কলকাতায় পৌঁছে যাচ্ছে মোহনবাগান। দুপুর ১২:৪০-এ কলকাতায় চলে আসবেন দিমিত্রি পেত্রাতোস, প্রীতম কোটালরা। 
 

  • 7/8

এরপর বিমানবন্দর থেকে সোজা জাজেস কোর্টে আরপিএসজি-র অফিসে পৌঁছে যাবেন জুয়ান ফেরান্দরা। সেখানেই হবে আইএসএল জয়ের সেলিব্রেশন। রবিবার রাতে বেঙ্গালুরুকে টাইব্রেকারে হারিয়ে জয় পায় মোহনবাগান। 
 

  • 8/8

সুনীল ছেত্রীদের বিরুদ্ধে ফাইনালে এই জয়ের পর সারা রাত চলে পার্টি। এরপরই মোহনবাগানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, রবিবার দুপুর ১২:৪০-এ কলকাতায় নামবেন চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষ হওয়ার পর হোটেলে ফেরার সময় বাসে মোহনবাগানের গানে গলা মেলাতে দেখা যায় প্রীতম পেত্রাতোসদের। বাসেই চলে নাচ।        

Advertisement
Advertisement