হাসপাতাল থেকে আজ সকালেই ছাড়া পেলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (BCCI) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতালের বাইরে এসে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বললেন। তবে সবার আগে তিনি যে কথাটা বললেন তা হল, "জীবন ফিরে পেলাম।"
কলকাতার উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসা চলছিল ৪৮ বছর বয়সি সৌরভ গঙ্গোপাধ্যায়ের। গত শনিবার তিনি হৃদরোগে আক্রান্ত হন। তৎক্ষনাৎ তাঁকে এই হাসপাতালে ভর্তি করা হয়। তবে বাড়ি ফিরলেও সৌরভের উপরে কড়া নজর রাখবেন চিকিৎসকেরা।
হাসপাতাল থেকে বেরিয়ে আসার পরে সৌরভ বললেন, "আমরা জীবন বাঁচানোর জন্য হাসপাতালে আসি। এটা যে কত বড় সত্যি, সেটা আজ প্রমাণিত হয়ে গেল। আমাকে দেখভাল করার জন্য উডল্যান্ডস হাসপাতালের প্রত্যেক চিকিৎসককে আমি ধন্যবাদ জানাতে চাই। এখন আমি একেবারে সুস্থ। আশা করছি, খুব তাড়াতাড়ি কাজে ফিরতে পারব।"
গত শনিবারই সৌরভের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়েছিল। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, সৌরভের হার্টে এখনও দুটো ব্লকেজ আছে। সেগুলো সম্পর্কে পরবর্তী অ্যাঞ্জিওপ্লাস্টির পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ আগের থেকে সৌরভ এখন অনেকটাই ভালো আছেন।
ইতিপূর্বে হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি বলেছিলেন, "সৌরভ যথেষ্ট ফিট। এখন থেকে বাকি আর পাঁচজনের মতো তিনিও জীবনযাপন করতে পারবেন। যেমনটা আগে ছিলেন। তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া যেতেই পারে।"
গত মঙ্গলবার উডল্যান্ডসের চিকিৎসকদের সঙ্গে দেখা করেন দেবী শেঠি। তিনি সৌরভের মেডিক্যাল রিপোর্ট খুঁটিয়ে পর্যালোচনাও করেন। তারপর বলেন, "খুব তাড়াতাড়িই সুস্থ হয়ে উঠবেন সৌরভ। ওনার হার্ট এখনও ২০ বছরের যুবকের মতো তরতাজা রয়েছে।"
তবে বাড়িতে ফিরলেও এখনই সৌরভকে কোনও কাজ করতে দেওয়া হবে না। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্ব আবারও কবে ফিরতে পারেন, এখন সেটাই দেখার।