অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অল আউট। তার উপরে দলে নেই বিরাট কোহলি, রোহিত শর্মা, মহম্মদ শামি এবং ইশান্ত শর্মা। এমনই একটা অভিজ্ঞতা এবং ভাঙাচোরা দল নিয়ে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্ট ম্য়াচে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নেন অজিঙ্কা রাহানে।
কিন্তু, তারপরেই ঘটল মিরাকেল। টেস্ট ম্যাচ যত সামনের দিকে এগোতে শুরু করল, ততই সামনে এগিয়ে এসে অধিনায়কত্ব করলেন রাহানে। অবশেষে দ্বিতীয়বার বক্সিং ডে টেস্টে জয়লাভ করল ভারত।
আজ অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে পরাস্ত করে ভারতীয় ক্রিকেট দল। এটা অবশ্যই আনন্দের খবর। কিন্তু, তার থেকেও বড় আনন্দের যে বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতীয় ক্রিকেট দলকে সামলানোর জন্য একজন সুযোগ্য উত্তরাধিকারীকে পাওয়া গেছে।
এই প্রসঙ্গে আপনাদের একটা পরিসংখ্যান দিয়ে রাখি। এখনও পর্যন্ত অজিঙ্কা রাহানে যে'কটা টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন, তারমধ্যে একটাতেও তিনি হারেননি।
এরমধ্যে দু'বার তিনি ভারতের মাটিতে জয়লাভ করেছেন। একবার হারিয়েছেন অস্ট্রেলিয়াকে। আর দ্বিতীয়বার আফগানিস্তানকে।
কিন্তু, আজ প্রথমবার বিদেশের মাটিতে অধিনায়ক হিসেবে তিনি জয়লাভ করলেন। বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে পরাস্ত করে, তিনি কার্যত ইতিহাস কায়েম করলেন।
অধিনায়ক হিসেবে রাহানে এই প্রথমবার শতরান করলেন। তাও আবার অস্ট্রেলিয়ার মাটিতে। বিপক্ষ দলে যেখানে জস হ্যাজ়েলউড, প্যাট কামিন্স এবং মিশেল স্টার্কের মতো স্পিড স্টাররা রয়েছেন, সেখানে মাথা ঠান্ডা রেখে দলের জয়ের ভিতটা মজবুত করে দিলেন।
বক্সিং ডে টেস্টের আগে পর্যন্ত রাহানে ৬৬টি টেস্ট ম্যাচ খেলেছেন। ৪২.৪৫ ব্যাটিং গড়ে তিনি ৪,২৪৫ রান করেছেন। এরমধ্যে ১১টি শতরান এবং ২২টি হাফসেঞ্চুরি ছিল। সেই তালিকায় আরও একটি শতরান যোগ হয়ে গেল।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে আয়োজিত হতে চলেছে এই সিরিজ়ের তৃতীয় টেস্ট ম্যাচ। পরের বছর ৭ জানুয়ারি থেকে এই টেস্ট ম্যাচ শুরু হবে। কিন্তু, করোনা ভাইরাসের কারণে সিডনিতে আদৌ তৃতীয় টেস্ট আয়োজিত হবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। যদি একান্তই আয়োজন না করা যায়, তাহলে এই মেলবোর্নেই তৃতীয় টেস্ট ম্যাচের আয়োজন করা হবে।
এই টেস্টেও রাহানের অধিনায়কত্বে জয় দেখতে চান ভারতীয় ক্রিকেট দলের সমর্থকেরা। তারজন্য আপাতত অপেক্ষা করতেই হবে। তবে বছরের শেষটা এমন সুখকর স্মৃতি উপহার দেওয়ার জন্য একটি বিশেষ ধন্যবাদ অবশ্যই রাহানের প্রাপ্য।