Advertisement

খেলা

Break Dance : নাচের পাশাপাশি খেলাও, দেখা যাবে অলিম্পিকে

Aajtak Bangla
Aajtak Bangla
  • 08 Dec 2020,
  • Updated 2:53 PM IST
  • 1/5

২০২৪ সালে আয়োজিত প্যারিস অলিম্পিকে যে চারটে নতুন খেলাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে, তারমধ্যে রয়েছে ব্রেক ডান্সও। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (IOC) পক্ষ থেকে একথা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে। IOC প্রেসিডেন্ট থমাস বাক বললেন, ব্রেক ডান্সিংয়ের পাশাপাশি সার্ফিং, স্কেটবোর্ডিং এবং স্পোর্টস ক্লাইম্বিংকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

(ছবি - গেটি ইমেজেস)

  • 2/5

কিন্তু, হঠাৎ করে কেন এমন সিদ্ধান্ত গ্রহণ করা হল? জানা গেছে, সেই চিরাচরিত খেলাধুলোর মাঝেই কিছুটা নতুনত্বের ছোঁয়া দিতে চাইছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। এর মাধ্যমে স্পনসর, ব্রডকাস্টার এবং তরুণ সমর্থকদের আরও বেশি করে নজর আকর্ষণ করা সম্ভব হবে। সম্প্রতি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি একটি নতুন নিয়ম চালু করেছে। এই নিয়ম অনুসারে অলিম্পিকের আয়োজক দেশ বেশ কয়েকটি নতুন খেলা অন্তর্ভুক্তিকরণের প্রস্তাব দিতে পারে, যেগুলো সেই দেশে অত্যন্ত জনপ্রিয়।

(ছবি - গেটি ইমেজেস)

  • 3/5

ব্রেক ডান্সিংটা আসলে কী?

'ব্রেক ডান্সিং' কিংবা 'ব্রেকিং' আপনি যাই বলুন না কেন, বর্তমানে গোটা বিশ্বে এটা অত্যন্ত জনপ্রিয়। সত্তরের দশকে মার্কিন মুলুকে এই নাচের জন্ম হয়। মূলত হিপ-হপ সংস্কৃতি থেকেই এই নাচের জন্ম হয়েছে। তবে এখন এই নাচের ফর্ম শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই সীমাবদ্ধ নেই। গোটা বিশ্বে কয়েক লক্ষ প্রতিযোগী এটাকে খেলা হিসেবে গ্রহণ করেছেন।

(ছবি - গেটি ইমেজেস)

  • 4/5

তবে এই খেলার বেশ কয়েকটি ভাগ রয়েছে। প্রথমেই আসা যাক টপ রকসের কথায়। সাধারণত এই মুভ দিয়েই প্রতিযোগীরা নাচ শুরু করে থাকেন। তারপর একে একে আসে ফুটওয়ার্ক, পাওয়ার মুভস এবং সবশেষে ফ্রিজ়েস। পাওয়ার মুভসের মধ্যে বেশ কয়েকধরনের স্পিন মুভমেন্ট থাকে। তবে ফ্রিজ়েস কথার অর্থ হল কোনও একটি নির্দিষ্ট পোজ়ে কোনও প্রতিযোগী যখন দাঁড়িয়ে থাকে।

(ছবি - গেটি ইমেজেস)

  • 5/5

বলা হয়, এই ব্রেক ডান্সিংয়ের মধ্যে যেমন শিল্প থাকে ঠিক তেমনই শরীর গঠণের দিকটাও সমানভাবে রয়েছে। এই খেলার প্রতিযোগীদের আমরা বি-বয়েজ় এবং বি-গার্লস নামেই চিনি। এই খেলার মাধ্যমে কোনও প্রতিযোগীর মধ্যে শুধুমাত্র যে প্রযুক্তিগত দক্ষতাই বৃদ্ধি পায় তা নয়, তার সৃষ্টিশীলতা, স্টাইল, শারীরিক শক্তি, দ্রুততা, ছন্দ এবং ক্ষিপ্রতাও বৃদ্ধি পেতে থাকে।

(ছবি - গেটি ইমেজেস)

Advertisement
Advertisement