অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনে আয়োজিত চতুর্থ টেস্ট ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় আজ খেলার সুযোগ পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অফস্পিনার ওয়াশিংটন সুন্দর। আইপিএল টুর্নামেন্টে ভালো পারফরম্যান্স করার সুবাদে তাঁকে অস্ট্রেলিয়া সফরে নেট বোলার হিসেবে নিয়ে আসা হয়েছিল।
আজ আক্ষরিক অর্থেই তাঁর ভাগ্য খুলে গেল এবং টেস্ট ক্রিকেটে অভিষেক করার সুযোগ পেলেন। ভারতের ৩০১তম টেস্ট ক্রিকেটারের সম্মান পেলেন ওয়াশিংটন সুন্দর।
এক কানে শুনতে পান না ওয়াশিংটন সুন্দর
সিডনি টেস্ট ড্র করতে নেমে চোট পেয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। ইতিপূর্বে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেট খেলেছিলেন সুন্দর। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ওয়াশিংটন সুন্দর কিন্তু একটা কানেই শুনতে পান।
চার বছর বয়সে তাঁর এই রোগ ধরা পড়ে। এরপর বেশ কয়েকটি হাসপাতালে তাঁর চিকিৎসা করানো হয়। অবশেষে, এটা আর ঠিক করা সম্ভব হয়নি।
এক কানে শোনার কারণে সুন্দরকে বেশ কিছু সমস্যার মুখেও পড়তে হয়েছিল। কিন্তু, তিনি নিজের এই দূর্বলতাকে খুব বেশি প্রশ্রয় দেননি। ২০১৬ সালে তিনি তামিলনাড়ু দলে সুযোগ পান।
তাঁর কথায়, আমি জানি যে ফিল্ডিং করার সময় সতীর্থ ক্রিকেটারদের সঙ্গে কো-অর্ডিনেট করতে বেশ সমস্যা হয়। কিন্তু, আমার এই সমস্যা নিয়ে সতীর্থ ক্রিকেটাররা কখনই কোনও অভিযোগ করেনি। আমার দূর্বলতা নিয়েও কখনও কোনও কথা বলেনি।
সুন্দর নামের সঙ্গে কেন ওয়াশিংটন জুড়ে দেওয়া হল?
পার্থিব প্যাটেলের পর সুন্দরই সবথেকে কমবয়সি ক্রিকেটার যাঁর ভারতীয় দলে একদিনের ফরম্যাটে অভিষেক হয়েছে। ২০০৩ সালে পার্থিব প্যাটেল ১৭ বছর ৩০১ দিনে জাতীয় ক্রিকেট দলের ওডিআই ফরম্যাটে ডেবিউ করেছিলেন। আর ওয়াশিংটন সুন্দর করেছিলেন ১৮ বছর ৬৯ দিনে।
ওয়াশিংটন সুন্দর নামটার মধ্যেই একটা সুন্দর গল্প লুকিয়ে রয়েছে। আসলে তাঁর বাবা এম সুন্দর নিজের ধর্মগুরু পিডি ওয়াশিংটনের নামে নিজের ছেলের নাম রেখেছিলেন। এই পিডি ওয়াশিংটন সুন্দরের বাবার অনেক দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন এবং তাঁর প্রচুর উপকার করেছেন। সেকারণেই সুন্দরের বাবা তাঁকে গডফাদার বলে মানেন।
জার্সি নম্বরের পিছনেও লুকিয়ে রয়েছে গভীর রহস্য
নিজের নামের কারণে সবসময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন ওয়াশিংটন সুন্দর। সেইসঙ্গে তিনি ৫৫ নম্বর জার্সি ছাড়া অন্য কোনও জার্সি পরেন না। এর পিছনেও একটা কারণ রয়েছে।
একটি ওয়েবসাইটের ইন্টারভিউতে সুন্দর জানিয়েছিলেন যে তিনি ৫ অক্টোবর পাঁচটা বেজে পাঁচ মিনিটে জন্মেছিলেন। সেকারণে জন্মতিথি মেনে তিনি ৫৫ নম্বর জার্সি পরে মাঠে নামেন।