Advertisement

খেলা

লাবুশেনের শতরানের পর প্রথম ইনিংসে কোথায় থামবে অস্ট্রেলিয়া, সেটাই এখন প্রশ্ন

কৌশিক বিশ্বাস
  • 15 Jan 2021,
  • Updated 1:48 PM IST
  • 1/6

ব্রিসবেন টেস্টের নাটক ইতিমধ্যেই জমে উঠেছে। আজ প্রথম দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে ২৭৪ রান করেছে অস্ট্রেলিয়া। ধামাকাদার একটি শতরান করেছেন মারনাস লাবুশেন (১০৮)। অস্ট্রেলিয়ার এই ইনিংস এখন কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই দেখার। 

  • 2/6

গাব্বার উইকেট যে ব্যাটিং উইকেট হয়েছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। তার উপরে ভারতের বোলিং ব্রিগেড একেবারে অনভিজ্ঞ। আজ শেষ মুহূর্তে জসপ্রীত বুমরাহের জায়গায় ভারতীয় ক্রিকেট দলের চূড়ান্ত একাদশে ডেবিউ করেছেন থঙ্গরাসু নটরাজন। অন্যদিকে, রবিচন্দ্রন অশ্বিনের জায়গায় অভিষেক হয়েছে ওয়াশিটন সুন্দরের। এছাড়া আজ দলে এসেছেন শার্দূল ঠাকুরও। 

  • 3/6

ব্রিসবেন টেস্টের প্রথম দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে যথেষ্ট ভালো জায়গায় ছিল অস্ট্রেলিয়া। প্রথম সেশনটি যথেষ্ট চমকপ্রদ। শুরুটা কিন্তু যথেষ্ট ভালো করেছিল ভারতীয় ক্রিকেট দল। ভারতের অনভিজ্ঞ পেস আক্রমণ অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে দেয়। কিন্তু, স্মিথ এবং লাবুশেনের ব্যাটিং দলের ভিত মজবুত করে দিয়েছে।

  • 4/6

ভারতীয় বোলিং ব্রিগেডের উপরে স্মিথ আজ তাণ্ডব করতে না পারলেও সেই দায়িত্বটা তুলে নিয়েছিলেন লাবুশেন। ১৯৫ বলে শতরান (১০১) করলেন তিনি। তবে শতরান করার পরেই ১০৮ রানে তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়।

  • 5/6

আজ অভিষেক টেস্ট ম্যাচেই জোড়া উইকেট শিকার করেছেন টি নটরাজন। এই অস্ট্রেলিয়া সফরই যেন তাঁর ভাগ্য বদলে দিল। একই সফরে ক্রিকেটের তিনটে ফরম্যাটেই অভিষেক হয় নটরাজনের। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর এবং ওয়াশিংটন সুন্দর।

  • 6/6

কুঁচকিতে চোট নিয়ে ইতিমধ্যেই মাঠ ছেড়েছেন নভদীপ সাইনি। আপাতত খবর পাওয়া গেছে, তাঁকে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যতক্ষণ না স্ক্যান রিপোর্ট হাতে পাওয়া যাচ্ছে, ততক্ষণ দুশ্চিন্তা তো থাকবেই।

Advertisement
Advertisement