Advertisement

খেলা

Lionel Messi Net Worth: রয়েছে ১০০ কোটির বিমান, চোখ ধাঁধানো বাংলো; আরও কী কী সম্পদের মালিক মেসি ?

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 13 Nov 2022,
  • Updated 1:44 PM IST
  • 1/6

পৃথিবীর ইংরেজি এডুটেক কোম্পানি বাইজু সম্প্রতি ফুটবল তারকা এবং গ্লোবাল স্পোর্টস আইকন লিওনেল মেসিকে নিজেদের প্রথম গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছে। কোম্পানির গ্লোবাল ব্র্যান্ড education for all এর জন্য এটি ঘোষণা করা হয়েছে। মেসি গোটা পৃথিবীর কোটি কোটি লোকের নয়নের মণি। আমি আপনিও হয়তো মেসির ভক্ত। কিন্তু আপনি কী পৃথিবীর সবচেয়ে বেশি আয় করা অ্যাথলেটের বিষয়ে জানেন? যদি না জানেন তাহলে আমরা তাকে জানিয়ে দিচ্ছি। মেসির মোট সম্পত্তি কতটা জানলে চোখ ছানাবড়া হয়ে যাবে।

  • 2/6

মেসির কাছে রয়েছে এত সম্পত্তি

মেসি ফুটবলের পৃথিবীতে সবচেয়ে বড় নাম। তার কোটি কোটি ফ্যান গোটা পৃথিবীজুড়ে। তাঁর লাইফস্টাইল অত্যন্ত শানদার। ফুটবল লিজেন্ড ময়দানেই শুধু নন, বরং আয়ের বিষয়ে গোটা পৃথিবীর সমস্ত অ্যাথলিটকে পেছনে ফেলে দিয়েছেন। ইনসাইডারের বক্তব্য অনুযায়ী মেসি মোট নেট সম্পত্তি ৬০০ মিলিয়ন ডলার অর্থাৎ ৪৮৩০ কোটি টাকা। যা বড় বড় কোম্পানির টার্নওভার থাকে না। এই নেট ওয়ার্থের সঙ্গে পৃথিবীর সবচেয়ে বেশি একাধিক বিখ্যাত ব্র্যান্ডের প্রমোশনে মোটা টাকা আয় করেন।

  • 3/6

নো ফ্লাইজোন বাংলা এবং আলিশান হোটেল

ফুটবলের সবচেয়ে বড় তারকা শানদার লাইফ স্টাইলের জন্য বিশেষভাবে পরিচিত। লিওনেল মেসির কাছে একটি প্রাসাদোপম বাংলো বার্সেলোনাতে রয়েছে। দীর্ঘ বছর তিনি স্পেনে কাটিয়েছেন। বার্সেলোনাতে ফুটবল ক্লাবের খেলার জন্য সেই সুবাদে সেখানেই বাড়ি বানিয়েছেন। সমুদ্রের ধারে এই বাংলোতে একটি প্রাইভেট ফুটবল মাঠ রয়েছে এবং বাংলোর দাম ৫১৯ কোটি টাকা। এছাড়া মেসির এই বাংলো নো ফ্লাই জোনের মধ্যেও পড়ে। অর্থাৎ এর উপর দিয়ে কোনও বিমান উড়তে পারবে না। শুধু আলিশান বাংলোই নয়, মেসির কাছে নিজের একটি লাক্সারি হোটেল রয়েছে। MiM Sitges নামে এই হোটেলে ৭৭ বেড রুম আছে। যার মধ্যে এক রাত থাকার দাম ১০৫ পাউন্ড।

  • 4/6

মেসির ঘরে রয়েছে সব রকম সুবিধা

নিজের খেলার সঙ্গে লাইফস্টাইল নিয়েও শিরোনামে থাকেন মেসি। বাইজুর এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর লিওনেল মেসি আলিশান বাংলোতে সমস্ত সুবিধা রয়েছে। বলতে গেলে ফুটবল গ্রাউন্ড ছাড়া এখানে সুইমিং পুল. ইনডোর জিম এবং বাচ্চাদের জন্য প্লে গ্রাউন্ড রয়েছে। সঙ্গে সঙ্গে তার ঘর থেকে Balearic Sea-র দৃশ্য দেখা যায়। মেসির কাছে MiM Sitges ছাড়াও আরও বেশ কিছু শহরে হোটেল রয়েছে। কিন্তু সবচেয়ে সুন্দর এটিই। হোটেলের টপ ফ্লোরে একটি বারও রয়েছে। যেখান থেকে গোটা শহরের দৃশ্য দেখা যায়।

  • 5/6

মেসির আছে ১০০ কোটি টাকার প্রাইভেট জেটশুধু ঘর এবং হোটেলেই নয় লিওনেল মেসির লাক্সারি লাইফ স্টাইলের আন্দাজ করতে পারবেন তার প্রাইভেট জেট দেখেও। প্রায়ই মেসি নিজের পরিবারের সঙ্গে এই জেটে সফর করেন। ফুটবলস্টার প্রাইভেট জেটের পেছনে নম্বর টেনের সাইনও লাগানো রয়েছে। বিশেষ বিষয় হল যে তার জার্সির নম্বরও ১০. মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রাইভেটের দাম ১০০ কোটি টাকা। আর্জেন্টিনার একটি কোম্পানি তৈরি করেছে এটি। এর মধ্যে দুটো বাথরুম একটা কিচেন এবং ১৬ টা বেশি বসার জায়গা রয়েছে।

  • 6/6

লাক্সারি গাড়ির দুর্দান্ত কালেকশন

ইনসাইডারের রিপোর্ট অনুযায়ী মেসির কাছে দুর্দান্ত লাক্সারি গাড়ির কালেকশন মজুত রয়েছে। এর মধ্যে বেশ কিছু হাই স্পিড গাড়ি শামিল রয়েছে তার কালেকশনের কথা বলতে গেলে এর মধ্যে ২ মিলিয়ন ডলার এর  Pagani Zonda Tricolore ছাড়াও Masserati GranTurismo, Ferrari F430 Spyder, Dodge Charger SRT8 সহ Audi-Range Rover এর মতো একাধিক দামি গাড়ি রয়েছে।

Advertisement
Advertisement