Advertisement

খেলা

Prithvi Shaw Sapna Gill: শুধু পৃথ্বী নন, ফ্যানদের সঙ্গে বচসা-হাতাহাতিতে জড়িয়েছেন আরও যে ক্রিকেটাররা

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Feb 2023,
  • Updated 12:48 PM IST
  • 1/8

ভারতীয় দলের (Team India) তারকা ব্যাটার পৃথ্বী শ-কে (Prithvi Shaw) নিয়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দলের বাইরে থাকলেও তিনিই এখন শিরোনামে। মুম্বইয়ের এক হোটেলে ঝামেলার জেরে তাঁর গাড়িও ভাঙচুর হয়। সেলফির আবদার না মেটানোয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না গিলের (Sapna Gill) সঙ্গে তাঁর বচসা হয়। 
 

  • 2/8

ওশিওয়ারা পুলিশ স্বপ্নাকে গ্রেপ্তার করে এবং হেফাজতে নেয়। পৃথ্বী শও স্বপ্না এবং তাঁর সহযোগীদের বিরুদ্ধে বিষয়টি গোপন করার জন্য ৫০,০০০ টাকা দাবি করেন বলে অভিযোগ। যদিও ভারতীয় দলের ক্রিকেটার স্বপ্নার বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন।
 

  • 3/8

পৃথ্বী শ এবং স্বপ্না গিল-এর বচসার ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দু'জনকেই ঝগড়া করতে দেখা যায়। ভিডিওতে পৃথ্বী শ-এর হাতে একটি লাঠি দেখা যাচ্ছে। তবে পৃথ্বী শই একা নন, ভক্তদের সঙ্গে এর আগে সংঘর্ষের ঘটনায় জড়িয়ে পড়েছেন বেন স্টোকস, মহম্মদ শামি, ইনজামাম উল হক, হাসান আলিরাও।
 

  • 4/8

বারে মারধোরের ঘটনায় অভিযুক্ত বেন স্টোকস

ইংল্যান্ডের টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকসও (Ben Stokes) তাঁর ভক্তদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন। ২০১৭ সালে একটি নাইটক্লাবে এক ব্যক্তিকে ঘুষি মেরেছিলেন স্টোকস। একদিন পুলিশ হেফাজতেও থাকতে হয়েছিল তাঁকে। এই ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন অ্যালেক্স হেলসও। আট ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছিল স্টোকসকে।

  • 5/8

পাক ফ্যানদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন মহম্মদ শামি
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭-এর ফাইনালে ভারত-পাকিস্তানের কাছে পরাজিত হয়েছিল। এই ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় লন্ডনের ওভালে। ম্যাচ শেষে সব খেলোয়াড়ই ড্রেসিংরুমে ফিরছিলেন। সেই সময় পাক ভক্তরা বারেবারে আনন্দে চিৎকার করছিলেন, 'বাপ কৌন হ্যায়' বলে। এতেই মেজাজ হারিয়ে ফেলেন ভারতের তারকা বোলার মহম্মদ শামি (Mohammed Shami)।

  • 6/8

 ইনজামামকে 'আলু' বলতেই রেগে যান এবং ম্যাচ চলাকালীন দর্শকদের মধ্যে স্ট্যান্ডে ঢুকে পড়েন। এই ঘটনাটি ১৯৯৭ সালের সেপ্টেম্বরের। কানাডার টরন্টোতে ভারত ও পাকিস্তানের সাহারা কাপের ম্যাচে এই ঘটনা ঘটে।
 

  • 7/8

আলু-আলু বলতেই বিরক্ত হয়েছিলেন ইনজামাম-উল-হক

পাকিস্তান দলের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হকের (Inzamam ul Haq) সবচেয়ে বড় সমস্যা ছিল তাঁর শরীরে চর্বি বেড়ে যাওয়া। দৌড়াতে গিয়ে সমস্যায় পড়তেন  তিনি। বহুবার রানআউট হতে হয় তাঁকে। শুধু তাই নয়, দর্শকরাও তাঁকে নিয়ে মজা করতেন।
 

  • 8/8

হাসান আলিও দর্শকদের মারধর করতে স্ট্যান্ডে ঢুকে পড়েন।

পাকিস্তানের তারকা ফাস্ট বোলার হাসান আলি (Hasan Ali) টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এর সেমিফাইনাল ম্যাচে একটি ক্যাচ ফেলেছিলেন। তারপর থেকেই ভক্তরা হাসান আলিকে সর্বত্র ট্রোল এবং উত্যক্ত করতেন। হাসান আলী স্থানীয় একটি ক্রিকেট টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন,  যেখানে তিনি ট্রোলারদের কথা শুনে মেজাজ হারিয়ে ফেলেছিলেন। এরপর হাসান আলী ছুটে যান দর্শকদের মারধর করতে। 

Advertisement
Advertisement