Advertisement

খেলা

East Bengal vs Mohun Bagan: 'ওদের লাইব্রেরিতে তো অর্ধেক বনপলাশির পদাবলী,' ইস্টবেঙ্গলকে খোঁচা মোহন-কর্তার

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 22 Feb 2023,
  • Updated 6:34 PM IST
  • 1/8

ময়দানে প্রথমবার স্পোর্টস লাইব্রেরি উদ্বোধন করল ময়দানের দুই বড় ক্লাব। ইস্টবেঙ্গলের লাইব্রেরি উদ্বোধন হয় ১৮ ফেব্রুয়ারি। আর ভাষা দিবসের দিনে উদ্বোধন হল মোহনবাগানের স্পোর্টস লাইব্রেরির। 
 

  • 2/8

ইস্টবেঙ্গল ক্লাব টেন্টে এই গ্রন্থাগার উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ঔপন্যাসিক তিলোত্তমা মজুমদারও। 
 

  • 3/8

অন্যদিকে মোহনবাগানের গ্রন্থাগার উদ্বোধন করেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সামনেই ডার্বি। বড় ম্যাচের আগে এক ক্লাব অপরকে টিপ্পনি কাটবে না তা হয় নাকি? 
 

  • 4/8

ঠিক সেটাই হল। লাইব্রেরি উদ্বোধনের মঞ্চ থেকে চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে খোঁচা মোহনবাগান সহ সচিব কুণাল ঘোষ। সবুজ-মেরুন সহ সচিব মঞ্চে দাঁড়িয়ে বলেন, 'ইস্টবেঙ্গলের লাইব্রেরিতে ৭০ শতাংশ খেলার বই, ৩০ শতাংশ বনপলাশির পদাবলী। আর মোহনবাগানের ১০০ শতাংশ খেলার বই।' 
 

  • 5/8

শনিবার ইন্ডিয়ান সুপার লিগের ডার্বিতে খেলতে নামবে ইস্টবেঙ্গল-মোহনবাগান। তার আগে উত্তপ্ত ময়দান। কিছুদিন আগেই হকি ডার্বি ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়েছিলেন দুই দলের একাধিক সমর্থক। সংঘর্ষের জেরে আহত হতে হয় বেশ কয়েকজন সাংবাদিককেও। 
 

  • 6/8

মোহনবাগানের লাইব্রেরিতে প্রায় ৫০০টি খেলা ও খেলা সংক্রান্ত বই রয়েছে বলে জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে। বিভিন্ন লেখকের ৫০০টি বই রয়েছে ইস্টবেঙ্গলের লাইব্রেরিতেও। এ ছাড়াও রয়েছে ইস্টবেঙ্গল সমাচার ও ক্লাবের নানা বই। 
 

  • 7/8

মোহনবাগান সমর্থকদের একাংশ যদিও ক্লাবের লাইব্রেরি নিয়ে খুশি নন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই নিজেদের ক্লাবের লাইব্রেরির থেকে ইস্টবেঙ্গলের লাইব্রেরিকে এগিয়ে রেখেছেন সবুজ-মেরুন সমর্থকদের একাংশ।
 

 

  • 8/8

ইন্ডিয়ান সুপার লিগে (ISL) ইতিমধ্যেই প্লে অফে চলে গিয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। অন্যদিকে এখনও অবধি নয় নম্বরে রয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। শনিবার লিগের শেষ ম্যাচ খেলতে নামবে দুই দল। ডার্বি (East Bengal vs Mohun Bagan)  দিয়ে আইএসএল মরশুম শেষ করবে ইস্টবেঙ্গল।    
 

Advertisement
Advertisement