Advertisement

খেলা

Kolkata Derby Mohun Bagan vs East Bengal: মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বির টিকিট বিক্রি শুরু, কোথায়-কীভাবে মিলবে?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Feb 2023,
  • Updated 10:14 AM IST
  • 1/10

শনিবারই ডার্বি (Kolkata Derby) ম্যাচে মুখোমুখি হবে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)।  এটা ইস্টবেঙ্গলের হোম ম্যাচ। ইতিমধ্যেই অনলাইনে ডার্বির টিকিট বিক্রি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
 

  • 2/10

অনলাইনের টিকিট অনেকখানিই শেষ হয়ে গিয়েছে। অনলাইনে যারা টিকিট কেটেছেন তাঁরা কীভাবে রিডিম করবেন এই টিকিট? এটাই এখন প্রশ্ন দুই দলের সমর্থকদের

  • 3/10

অনলাইনের টিকিট অনেকখানিই শেষ হয়ে গিয়েছে। অনলাইনে যারা টিকিট কেটেছেন তাঁরা কীভাবে রিডিম করবেন এই টিকিট? এটাই এখন প্রশ্ন দুই দলের সমর্থকদের
 

  • 4/10

ইস্টবেঙ্গল সমর্থকদের ক্ষেত্রে: লাল-হলুদ সমর্থকেরা অনলাইন টিকিট রিডিম করে ম্যাচ টিকিট হাতে পাবেন নিজেদের ক্লাব ইস্টবেঙ্গল থেকেই।
 

  • 5/10

মোহনবাগান সমর্থকদের ক্ষেত্রে: সবুজ-মেরুন সমর্থকেরাও অনলাইন কাটা টিকিট রিডিম করে ম্যাচ টিকিট তুলতে পারবেন নিজেদের ক্লাব মোহনবাগান থেকেই।
 

  • 6/10

২১ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১১'টা থেকে সন্ধ্যা ৭'টার মধ্যে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সমর্থকেরা নিজেদের ক্লাব থেকে এই টিকিট এই টিকিট সংগ্রহ করতে পারবেন।
 

  • 7/10

২৫ ফেব্রুয়ারি অর্থাৎ ম্যাচের দিনও টিকিট তুলতে পারবেন সমর্থকরা। সকাল ১০'টা থেকে দুপুর ২'টোর মধ্যে টিকিট রিডিম করতে পারবেন দুই দলের সমর্থকরা।
 

  • 8/10

সংশ্লিষ্ট দুই ক্লাব থেকেই অফলাইন টিকিট কাটতে পারবেন দুই  দলের সমর্থকরা। টিকিটের দাম করা হয়েছে ১০০, ১৫০, ৩০০ ও ৪৯৯ টাকা। 
 

  • 9/10

ইস্টবেঙ্গল সমর্থকরা A1-এর বাঁ দিকের ব্লক, A2-এর বাঁদিকের ব্লক, B1, B2, B3 ব্লকের টিকিট কাটতে পারবেন। পাশপাশি C1, C2 ও C3-এর ডানদিকের ব্লকের টিকিট কাটতে পারবেন।
 

  • 10/10

এটিকে মোহনবাগান ভক্তরা, A1-এর ডানদিক, A2-র ডানদিকের ব্লকের পাশাপাশি D1, D2, D3, C1, C2 ও C3-এর বাঁ দিকের ব্লকে বসতে পারবেন।   
 

Advertisement
Advertisement