তাঁর প্রিয় ইডেন গার্ডেন্সে আইপিএল প্লে অফের ম্যাচ। বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তিনি কি আর বসে থাকতে পারেন? তিনিই তো বোর্ড সভাপতি। তাই সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) দুপুরেই হাজির তাঁর প্রিয় ইডেনে।
নীল শার্ট আর গিয়ে রঙের ট্রাউজার্স পরে গোটা ইডেন চষে বেড়ালেন সৌরভ। কথা বললেন বোর্ডের প্রতিনিধিদের সঙ্গে।
প্রথম দফায় থাকলেন বিকেল সাড়ে চারটে অবধি। খানিকক্ষণের জন্য বেরোলেন। দেড় ঘন্টা পর ফের ইডেনে হাজির মহারাজ। সমস্ত কিছু খতিয়ে দেখলেন।
পিচ পরীক্ষা করে বেরিয়ে সৌরভ বেশ খুশি। সাংবাদিকদের জানালেন, ''পিচ ভাল হয়েছে।'' মাঝে একবার সিএবির কর্তাদের সঙ্গেও বৈঠক সেরেছেন তিনি।
পিচ কিউরেটর সুজন মুখোপাধ্যায়ও রবিবার জানিয়েছিলেন, ''ইডেনের পিচ বদলে গিয়েছে। এখানে ব্যাটাররা যেমন সুবিধা পাবেন তেমনি বোলাররা সুবিধে পাবেন। ব্যাট করতে পারলে ১৮০ হতেই পারে।''
দুই বছর পর আইপিএল ফিরেছে ইডেনে। সোমবার শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিল দুই দল। গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)।
অনুশীলনে দেখা গেল দুই দলের ক্রিকেটারদের। বোলারদের নিয়ে আলাদা করে কথা বলতে দেখা রাজস্থানের বোলিং কোচ লসিথ মালিঙ্গাকে।
দুই প্লে অফের ম্যাচের জন্য দারুণ ভাবে সাজছে ইডেন। টিকিটের হাহাকারের চেনা দৃশ্য ফিরেছে ইডেনে।
ইডেনে এই দুই ম্যাচের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)।
ম্যাচের দুই দিনই বাড়তি ট্রেন ও মেট্রো চালাবে ভারতীয় রেল।