আজ ৩১ মার্চ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League)। আগামীকাল ১ এপ্রিল প্রথম ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ৬ এপ্রিল ঘরের মাঠে খেলতে নামছে তাঁরা।
বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর (KKR)। তার আগে সেজে উঠেছে ইডেন গার্ডেন্স। শুধু ইডেনের বাইরে নয়, সেজে উঠেছে অন্দরমহলও।
প্রেসবক্স সহ ভিআইপি বক্স সাজিয়ে তোলা হয়েছে। সিএবি-র (CAB) পক্ষ থেকে ইডেনের (Eden Gardens) নানা ছবি শেয়ার করা হয়েছে। সেখানেই দেখা যাচ্ছে ঝাঁ চকচকে ইডেনের ছবি।
স্কোয়াডে যোগ দিয়ে বেশ উচ্ছ্বসিত রিঙ্কু সিং, বরুণ চক্রবর্তী, ভেঙ্কটেশ আইয়ার এবং রাহমাদুল্লাহ গুরবাজ। বিমানে খোশমেজাজে দেখা যায় সকলেই। নতুন ভাবে সেজে ওঠা ইডেনে কেকেআর নিজেদের ব্যর্থতা ঢাকতে পারেন কিনা সেটাই এখন দেখার।
সূত্রের খবর, ম্যাচের আগেই ভারতে চলে আসবেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। শোনা যাচ্ছে, আগামীকালই ভারতে আসছেন বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন অধিনায়ক।
যদিও এখনই দলের সঙ্গে যোগ দিচ্ছেন না লিটন দাস (Litton Das)। আয়ারল্যান্ডের (Bangladesh vs Ireland) সঙ্গে টেস্ট সিরিজ শেষ হওয়ার পরেই কেকেআর শিবিরে যোগ দেবেন তিনি। এমনটাই শোনা যাচ্ছে।
গত মরশুমে ১৪ ম্যাচে মাত্র ১২ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অভিযান শেষ করেছিল কলকাতা নাইট রাইডার্স। ফলে প্লে অফে যাওয়া হয়নি নাইটদের।
২০১৯ সালের পর প্রথমবার ঘরের মাঠে খেলছে কলকাতা নাইট রাইডার্স। ঘরের মাঠের দর্শকদের সামনে ঘুরে দাঁড়াতে মরিয়া হবে কলকাতা নাইট রাইডার্স।