Advertisement

খেলা

বার্সেলোনার সঙ্গে সম্পর্কে ইতি, স্পেনের সঙ্গে নয়, তাঁর লাইফস্টাইল রাজকীয় বললেও কম

Aajtak Bangla
  • বার্সেলোনা,
  • 06 Aug 2021,
  • Updated 3:42 PM IST
  • 1/8

আর্জেন্টিনার সুপারস্টার ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি জীবনের বেশিরভাগ সময় কাটিয়ে দিয়েছেন স্পেনের ক্লাব বার্সেলোনার হয়ে খেলে। অবশেষে ২১ বছরের সম্পর্কের ইতি টেনে বার্সেলোনা ম্যাচের চুক্তি নবিকরণ করেনি। ফলে দীর্ঘ সম্পর্কের সমাপ্তি ঘটেছে। কিন্তু মেসির যে দ্বিতীয় ঘর স্পেন। তাই সম্পর্ক অত সহজে ছিন্ন হওয়ার নয়।

  • 2/8

মেসি আধুনিক ফুটবলারদের মধ্যে অন্যতম ধনী। তাঁর লাইফস্টাইলও তাই সেরকম। তাঁর বিলাসবহুল জীবনযাপনের বিষয়ে জানেন কী ? স্পেনেই রয়েছে তাঁর বাড়ি। দর্শনীয় তো বটেই, বড়সড় ক্লাবের মতোই তার সুবিধা। বিশ্বের ফুটবল খেলোয়াড়দের মধ্যে বিনোদনমূলক জীবনযাপন করার ক্ষেত্রে মেসির নাম শেষেই থাকবে।

  • 3/8

বিলাসবহুল গাড়ি, হোটেল কটেজ থাকলেও তিনি তুলনামূলক সাদামাটা জীবন যাপন করার পছন্দ করেন তাঁরা। তাঁর যা বৈভব, তার তুলনায় তার জীবন যাপন সাদামাটাই মনে হয় বইকি। আর্জেন্টিনায় জন্মগ্রহণ করলেও মেসির খেলোয়াড়ি জীবনের বেশির ভাগটাই কেটেছে স্পেনে। বার্সেলোনা ক্লাবের হয়ে তিনি ২১ বছর ধরে খেলছেন। এক সময়ের রোনালডিনহোর সতীর্থ ছিলেন। 

  • 4/8

বার্সেলোনার ক্যাস্টেল ডিফেন্সে মেসির যে বাড়িটি রয়েছে, তা অত্যন্ত বিলাসবহুল এবং সুন্দর বিষয়টির উপর দিয়ে কোনও রকম বিমান ওড়ার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। মেসির এই ঘরে একটি ছোট ফুটবল সুইমিংপুল, ইন্ডোর জিম এবং বাচ্চাদের জন্য আলাদা খেলার মাঠ রয়েছে। এই বাড়ির সামনে থেকে সমুদ্র দেখা যায়। বাড়ির দাম সাড়ে পাঁচ মিলিয়ন পাউন্ডের মানে ৫৫ কোটি টাকা দাম।

  • 5/8

মেসির কাছে নিজের ব্যক্তিগত প্রাইভেট জেট আছে। যার দাম ১২৩ কোটি টাকা। মেসি নিজের প্রাইভেট জেটে পিছনের দিকে তার জার্সি নম্বর টেন লিখিয়েছেন। এই জেটটি আর্জেন্টিনার একটি কোম্পানি তৈরি করেছে এবং এর মধ্যে মেসির স্ত্রী এন্টনিলা এবং তার বাচ্চারা, থিয়াগো এবং মাতেও-এর নাম লেখা আছে।

  • 6/8

এই লাক্সারি প্রাইভেট জেটে বেশ কিছু স্পেশাল ফিচার রয়েছে। এই যেটার মধ্যে কিচেন, বাথরুম এবং ১৬ জন লোকের বসার সুবিধা আছে। এছাড়াও এই যে কিছু এমন চেয়ার আছে, যেটা ফোল্ড করে ৮ বেডের বিছানায় পরিণত করা যায়। এই প্রাইভেট জেটটিই মেসি কিন্তু আদৌ কেনেননি। এটা লিজে নিয়েছেন।

 

  • 7/8

মেসি নিজের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো হোটেলে লগ্নি করেছেন। মেসির কাছে একটি ফোর স্টার হোটেল রয়েছে। যার মধ্যে ৭৭ বেড্রুম এবং এই হোটেল সমুদ্র থেকে কেবল ১০০ মিটার দূরে রয়েছে। এই হোটেলে থাকতে প্রতিরাতে ১০৫ পাউন্ড প্রয়োজন হয়। এ ছাড়া এই হোটেলের ছাদে একটি খোলা বার তৈরি করা হয়েছে। এই শহরে দুর্দান্ত ভিউ পাওয়া যাবে। সেই হোটেলে প্রচুর বিনোদন এর সুবিধা রয়েছে এর স্পা, সোনা, টার্কিশ বাথ, রিক্রিয়েশনাল পুল, সল্ট ওয়াটার পুল এবং কোল্ড ট্যাব এর মত সুবিধা রয়েছে।

  • 8/8

মেসির এছাড়াও ইবিজা, ব্য়াকবেরা অ্যান্ডোরা এবং মেলরকা কা মত জায়গাতে হোটেল কেনে রেখেছেন মেসির কাছে প্রচুর লাক্সারি গাড়ি রয়েছে। বিশেষ করে মাসেরাতি কার তার বিশেষ পছন্দ। এছাড়াও তিনি তার ফেরারি এফ৩ স্পাইডার ঘুরে বেড়াতে পছন্দ করেন। মেসির লেটেস্ট কালেকশন পেগোনি জোনডা কার রয়েছে।

Advertisement
Advertisement