Advertisement

খেলা

FIFA World Cup 2022: রাতভর বাজি-চিত্‍কার-ঢাক-কান্না, যেন বিশ্বকাপ জিতল বাংলাই

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Dec 2022,
  • Updated 12:16 PM IST
  • 1/10

রবিবার রাত ভুলতে পারবেন না আর্জেন্টিনার (Argentina) সমর্থকরা। শুধু আর্জেন্টিনা নয়, লিওনেল মেসিদের (Lioniel Messi) বিশ্বকাপ জিততে দেখে আনন্দ পেয়েছেন ব্রাজিল (Brazil) সমর্থকরাও। আসলে দীর্ঘদিন পরে বিশ্বকাপ জিতল লাতিন আমেরিকার কোনও দেশ। ফাইনাল ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে এমবাপেদের ৪-২ গোলে হারিয়ে ইতিহাস সৃষ্টি করে আর্জেন্টিনা।
 

  • 2/10

সারা বিশ্ব লিওনেল মেসির জন্য পাগল। ভারতেও মেসি ও আর্জেন্টিনার প্রচুর ভক্ত রয়েছে। আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার সঙ্গে সঙ্গে কলকাতা তো বটেই, ভারতের বিভিন্ন শহরে সেলিব্রেশনের ছবি ধরা পড়ল। 


 

  • 3/10

হাজার হাজার মানুষ জায়েন্ট স্ক্রিনে ফাইনাল ম্যাচ উপভোগ করেন। ম্যাচের শেষে শুরু হয় সেলিব্রেশন। সারা রাত ধরে চলতে থাকে উৎসব। শহর কলকাতা তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্তে  চলে এই উৎসব।
 

  • 4/10

বিভিন্ন ক্লাবে ফাইনালের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। হাজার হাজার ভক্ত এখানে ফাইনাল ম্যাচ দেখছিলেন, সঙ্গে চলে মেসিদের কাপ জয়ের সেলিব্রেশন। চলছিল লাইভ পারফরম্যান্সও। 
 

  • 5/10

শুধু ভক্তরাই নয়, রাজনীতিবিদ, বলিউড তারকা ও ক্রিকেটাররাও ভারতে ফিফা বিশ্বকাপের ফাইনাল উদযাপন করেছেন। ফিফা বিশ্বকাপ জেতার জন্য আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং অন্যান্য বড় নেতারা।  


 

  • 6/10

৯০ মিনিটের ম্যাচ ২-২ গোলে অমিমাংসিত ভাবে শেষ হয়। ম্যাচ গড়ায় এক্সট্রা টাইমে। সেখানেও প্রথমে এগিয়ে যায় আর্জেন্টিনা। তবে ফের সেই গোল শোধ দিয়ে দেন এমবাপে। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখান থেকে ম্যাচ বের করে আনেন এমিলিয়ানো মার্টিনেজ। ৪-২ ব্যবধানে টাইব্রেকারে জয় পায় আর্জেন্টিনা। 
 

  • 7/10

ফ্রান্সের হয়ে এই ম্যাচে এমবাপে হ্যাটট্রিক করেন এবং লিওনেল মেসি দুটি গোল করেন। পেনাল্টি শুটআউটে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে লিওনেল মেসির আর্জেন্টিনা। 
 

  • 8/10

লিওনেল মেসির জন্য এটা একেবারেই একটি বিশেষ মুহূর্ত। কারণ এটি ছিল তাঁর শেষ বিশ্বকাপ। লিওনেল মেসিকে বর্তমান যুগের সর্বশ্রেষ্ঠ ফুটবলার হিসাবে বিবেচনা করা হয়, এতদিন পর্যন্ত তিনি সবকিছুই জিতেছেন। কিন্তু বিশ্বকাপ জেতার স্বাদ পেলেন এবারে।  

  • 9/10

পাড়ায় পাড়ায় মেসির নামে জয়ধ্বনি দিতে  থাকেন সমর্থকরা। ফাটতে থাকে বাজি, বিভিন্ন জায়গায় বিরাট শোভাযাত্রাও করেন সমর্থকরা। 

  • 10/10

ছবি- ট্য্যুইটার ও ফেসবুক

Advertisement
Advertisement