Advertisement

খেলা

FIFA World Cup 2022 Final: যখন বিশ্বকাপ ট্রফি উন্মোচন করলেন দীপিকা, দেশের গর্বের মুহূর্ত VIRAL

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Dec 2022,
  • Updated 3:41 PM IST
  • 1/7

কাতারে বিশ্বকাপের (FIFA World Cup 2022) মঞ্চে ভারতের গর্বের মুহূর্ত। ফাইনাল ম্যাচের আগে বিশ্বকাপ উন্মোচন করতে দেখা গেল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে (Deepika Padukone)। 
 

  • 2/7

দীপিকার সঙ্গে ছিলেন ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেনের তারকা গোলরক্ষক ইকার ক্যাসিয়াসও। দুই জনে পাশাপাশি দাঁড়িয়ে ট্রফি উন্মোচন করেন। ক্যাসিয়াস বিশ্বকাপ হাতে তুলে নিতেই হাততালি দিয়ে ওঠেন দীপিকা।
 

  • 3/7

স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মন কেড়ে নেন দীপিকা। ভারতের প্রচুর ফুটবল ফ্যান লুসেইল স্টেডিয়ামে উপস্থিত ছিলেন। তাঁরাও আপ্লুত।   
 

  • 4/7

সাদা খয়েরী পোশাক, ঝলমলে হাসিতে মন কাড়লেন বলিউড সুন্দরী। কিছুদিনের মধ্যেই রিলিজ করতে চলেছে দীপিকা ও শাহরুখ খান অভিনীত ছবি 'পাঠান' (Pathaan)। 
 

  • 5/7

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল দীপিকার সেই ছবি। ফাইনালের আগে সম্প্রচারকারী সংস্থার আড্ডায় হাজির হয়েছিলেন কিং খান। আর লুসেইল স্টেডিয়ামে দেখা গেল তাঁর ছবির নায়িকাকে।
 

  • 6/7

ফাইনাল দেখতে কাতারে গিয়েছিলেন রনবীর সিংও (Ranveer Singh)। দুই জন একসঙ্গে ছবিও তোলেন। সেই ছবিও ভাইরাল হল।
 

  • 7/7

শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন অভিনীত 'পাঠান' ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি। এই ছবিতে দেখা যাবে জন আব্রাহামকেও (John Abraham)। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)।
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement