Advertisement

খেলা

India in FIFA World Cup: সে বার ফুটবল বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল ভারত, বুট পরতে চাননি কেউ?

Aajtak Bangla
  • 16 Nov 2022,
  • Updated 3:59 PM IST
  • 1/8

ফুটবল বিশ্বকাপ (FIFA Football World Cup) শুরু হতে চলেছে। ফুটবল বিশ্বকাপ নিয়ে ভারতে বিশেষ করে কলকাতায় উন্মাদনা তুঙ্গে থাকে বরাবরই। 
 

  • 2/8

কিন্তু প্রতিবারই একটা প্রশ্নই মাথা চাড়া দেয়, ভারত কবে ফুটবল বিশ্বকাপে খেলবে? আদৌ কি কখনও ফুটবল বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল ভারত?

  • 3/8

উত্তরটা, হ্যাঁ। ভারত একবার ফুটবল বিশ্বকাপে খেলারসুযোগ পেয়েছিল। সে ১৯৫০ সালের কথা। দেশ সবে স্বাধীন হয়েছে। ভারতের ফুটবল টিম তখন খালি পায়ে খেলতো। আর সেখানেই বাঁধল গোলযোগ। 

  • 4/8

ভারতীয় ফুটবলাররা FIFA-কে জানালেন, তাঁরা খালি পায়েই খেলবেন বিশ্বকাপে। বুট পরতে পারবেন না। কিন্তু ফিফার নিয়ম হল, বুট ছাড়া ফুটবল খেলা যাবে না। অতঃপর...

  • 5/8

অনেকে ভারতের এই সিদ্ধান্তকে 'শতাব্দীর সেরা ভুল' বলে চিহ্নিত করেছেন। সে বছর বিশ্বকাপ আয়োজন করেছিল ব্রাজিল। 

  • 6/8

বুট না পরার জন্য নাকি AIFF-এর ইচ্ছের অভাব ছিল, তা নিয়ে আজও বিতর্ক রয়েছে। আসলে AIFF-এর কাছে তখন টাকাও ছিল না।  ভারতীয় দলকে ব্রাজিল পাঠানো ও তাঁদের তদারকির জন্য ফান্ডের অভাব ছিল।

  • 7/8

AIFF চেষ্টাও করেনি ফান্ড জোগড়া করার। ভারত এদিকে বিশ্বকাপের দল ঘোষণাও করে দিয়েছিল ১৬ মে ১৯৫০ সালে। ১৫ জুন ব্রাজিল রওনা হওয়ার কথা ছিল ভারতীয় দলের। ২৮ জুন ছিল প্রথম ম্যাচ। তারপর?

  • 8/8

তারপর যে কী ঘটে, তা আজও রহস্য। আতারপর যে কী ঘটে, তা আজও রহস্য। আসলে মুশকিল হল, ১৯৫০ সালে AIFF-এর দূরদর্শীতার অভাব। যা আজও অব্যাহত। ‘Box to box: 75 years of the Indian football team’ শীর্ষক বইয়ে এক জায়গায় লেখা রয়েছে, 'সেই সুযোগ মিস করার খেসারত আজও দিয়ে চলেছে ভারত। কবে পরে বিশ্বকাপে খেলবে, তার খোঁজ চলছে।'  আসলে মুশকিল হল, ১৯৫০ সালে AIFF-এর দূরদর্শীতার অভাব। যা আজও অব্যাহত। 

Advertisement
Advertisement