Advertisement

খেলা

FIFA World Cup 2022: এবার না হলে Never! মেসির স্বপ্নপূরণে বাকি আর মাত্র ২ ম্যাচ

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 13 Dec 2022,
  • Updated 5:44 PM IST
  • 1/7

শেষ বিশ্বকাপ খেলতে নেমেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি (Lioniel Messi)। আর তাঁর জন্যই বিশ্বকাপ জিততে মরিয়া আর্জেন্টিনা। এবার আর্জেন্টিনা চ্যাম্পিয়ন না হলে মেসির স্বপ্ন যেমন ভেঙ্গে যাবে, তেমনি আর্জেন্টিনা ফুটবলের জন্যও তা হবে বড় ধাক্কা। 
 

  • 2/7

লিওনেল মেসি ক্লাবের পাশাপাশি আর্জেন্টিনার হয়ে অনেক ট্রফি জিতেছেন, তবে বিশ্বকাপ ট্রফি একেবারেই আলাদা। দলকে বিশ্বসেরা করতে পারলে তাঁর বৃত্ত সম্পূর্ণ হবে। 
 

  • 3/7

৩৫ বছর বয়সী লিওনেল মেসির এটি পঞ্চম বিশ্বকাপ। মেসির আর্জেন্টিনা ২০১৪ বিশ্বকাপে ফাইনালে পৌঁছে গিয়েছিল। ফাইনালে আর্জেন্টিনা জার্মানির কাছে হেরে রানার্স হয়। তবে বাকি ৩ বিশ্বকাপে খুব ভাল ফল করতে পারেনি তারা। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে এবারের বিশ্বকাপের সেমি ফাইনাল ম্যাচ জেতা সহজ হবে না। কারণ, ক্রোয়েশিয়া বিশ্বের এক নম্বর দল ব্রাজিলকে হারিয়ে সেমি ফাইনালে এসেছে। 
 

  • 4/7

লিওনেল মেসি নিজেই দারুণ ছন্দে রয়েছেন। পাঁচ ম্যাচে চারটি গোল হয়ে গিয়েছে তাঁর। সৌদি আরব, মেক্সিকো, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিপক্ষে গোল করেছেন মেসি। আর্জেন্টিনা সেমিফাইনাল ম্যাচ জিতলে মরক্কো ও ফ্রান্সের মধ্যকার দ্বিতীয় ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে ফাইনাল খেলবে।
 

  • 5/7

আর্জেন্টিনা দল এখন পর্যন্ত মাত্র দুইবার বিশ্বকাপ জিতেছে। তিনবার ( ১৯৩০, ১৯৯০,২০১৪) তারা ফাইনালে উঠেছে। ১৯৭৮ সালে ড্যানিয়েল পাসারেল্লার নেতৃত্বে, আর্জেন্টিনা প্রথমবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়। সেবার ফাইনালে আয়োজক আর্জেন্টিনা নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে দেয়।
 

  • 6/7

এরপর ১৯৮৬ সালে দিয়েগো মারাদোনার অধিনায়কত্বে আর্জেন্টিনা দল দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়। ফাইনাল ম্যাচে পশ্চিম জার্মানিকে ৩-২ গোলে হারিয়ে দেয় তারা। তবে এরপর আর বিশ্বকাপ জিততে পারেনি আর্জেন্টিনা।
 

  • 7/7

এবার কী হবে? ৩৬ বছর পর আর্জেন্টিনা কি চ্যাম্পিয়ন হতে পারবে? সামনে আপাতত ক্রোয়েশিয়া। তারাও গতবারের রানার্স।   

Advertisement
Advertisement