Advertisement

খেলা

FIFA World Cup 2022: নেইমার-মেসি-এমবাপে, কে তুলবেন আর কে ডোবাবেন?

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Dec 2022,
  • Updated 7:21 PM IST
  • 1/8

বিশ্বকাপে (FIFA World Cup 2022) কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হচ্ছে আজ থেকে। শেষ আটে পৌঁছে গিয়েছে ব্রাজিল (Brazil), ক্রোয়েশিয়া (Croatia), আর্জেন্টিনা (Argentina),নেদারল্যান্ডস (Netherlands), পর্তুগাল (Portugal), মরক্কো (Morocco), ফ্রান্স (France) ও ইংল্যান্ড (England)। এই পর্বে সমর্থকদের নজর থাকবে নেইমার, মেসি ও এমবাপের দিকে। সকলেই এবারের বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন। ঘটনাচক্রে তিন ফুটবলারই পিএসজি-তে একসঙ্গে খেলেন।   
 

  • 2/8

প্রথম ম্যাচ ব্রজিলের (Brazil)। নেইমারের (Neymar) ব্রাজিল তাদের প্রথম ম্যাচে খেলতে নামবে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়ার (Brazil vs Croatia) বিরুদ্ধে। গতবারের রানার্সদের বিরুদ্ধে জিততে পারলেই সেমি ফাইনালে পৌঁছে যাবে পাঁচ বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।
 

  • 3/8

সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচে চোট পাওয়ার পর গ্রুপের বাকি দুটি ম্যাচে খেলতে পারেনি নেইমার। তাঁর অনুপস্থিতিতে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে জেতে ব্রাজিল। তবে ক্যামেরুনের বিরুদ্ধে ০-১ গোলে হেরে যায় তারা। শেষ ষোলর ম্যাচে নেইমার ফিরতেই পুরনো ছন্দে ব্রাজিল। ৪-১ গোলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে যায় তারা।
 

  • 4/8

রাতে আরও এক হাইভোল্টেজ ম্যাচ রয়েছে। সেখানে লিওনেল মেসির (Lionel Messi) আর্জেন্টিনা নামবে নেদারল্যান্ডসের (Atgentina vs Netherlands) বিরুদ্ধে। বেশ হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাবেন সমর্থকরা। বেশ ভাল ছন্দে রয়েছেন মেসি। ইতিমধ্যেই তিনটি গোল করে ফেলেছেন তিনি। এটাই তাঁর শেষ বিশ্বকাপ। 
 

  • 5/8

এবারের বিশ্বকাপে শুরুটা একেবারেই ভাল হয়নি আর্জেন্টিনার। প্রথমেই সৌদি আরবের বিরুদ্ধে হেরে যায় দুই বারের চ্যাম্পিয়নরা। মেসি পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দিলেও দ্বিতীয়ার্ধে দুই গোল খেয়ে যায় তারা।
 

  • 6/8

প্রথম ম্যাচের পর থেকেই নিজেদের গুছিয়ে নেয় আর্জেন্টিনা। মেক্সিকোকে ২-০ গোলে হারানোর পর পোল্যান্ডকেও একই ব্যবধানে হারান মেসিরা। রাউন্ড অফ ১৬-এ অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা।   
 

  • 7/8

শনিবার ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে খেলতে নামবেন কিলিয়ান এমবাপেরা (Kylian Mbappe)। গতবারের বিশ্বকাপ জয়ী ফ্রান্স এবারেও দারুণ ছন্দে রয়েছে। এখনও অবধি পাঁচ গোল করে ফেলেছেন ফরাসি স্ট্রাইকার। দারুণ ছন্দে রয়েছেন তিনি। বিশ্বকাপ ধরে রাখতে গেলে বাকি তিন ম্যাচেও এই ফর্ম ধরে রাখতে হবে এমবাপেদের।
 

  • 8/8

এমবাপেরা শুরু থেকেই দারুণ ফর্মে। অস্ট্রেলিয়াকে প্রথম ম্যাচে হারানোর পর ডেনমার্ক ও তিউনিশিয়াকে হারিয়ে শেষ ষোলয় জায়গা করে নেয় ফ্রান্স। পোল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে পড়েছেন তাঁরা। এবার তাদের প্রতিপক্ষ ইংল্যান্ড (France vs England)। তাঁরাও দারুণ ছন্দে রয়েছে।         

Advertisement
Advertisement