Advertisement

খেলা

FIFA World Cup 2022: নিভৃতে অনুশীলন সেরে কাতারে নেইমাররা, PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Nov 2022,
  • Updated 3:54 PM IST
  • 1/8

দুই দশক ধরে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা চালাচ্ছে ব্রাজিল (Brazil)। প্রত্যেকবার ফেবারিট হিসেবে নামলেও ষষ্ঠ বিশ্বকাপ অধরাই থেকে গিয়েছে নেইমারদের (Neymar) কাছে। তবে এবার ভাগ্য বদলাতে মরিয়া তারা। কাতারে (Qatar) বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে পৌঁছে গেল ব্রাজিল দল। 
 

  • 2/8

গতকাল রাতে কাতারে পৌঁছে যায় ব্রাজিল। এতদিন, সবার অলক্ষ্যে ইতালির তুরিনে অনুশীলন করেছেন নেইমাররা। কাতারে আসার আগে জুভেন্টাসের (Juventus) মাঠে বেশ কিছুদিন অনুশীলন করেছেন ভিনিশিয়াস (Vinicius jr), নেইমাররা। 
 

 

  • 3/8

অনুশীলনের ফাঁকে নাচ, গান নানা ধরনের প্রতিযোগিতায় মেতে থাকতে দেখা গিয়েছে তাঁদের। নিজেদের মধ্যে বোঝাপড়া মজবুত করার পাশাপাশি প্রয়োজনীয় প্রস্তুতিও সেরেছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।
 


 

  • 4/8

এবারের বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারেনি ইতালি। এই নিয়ে পরপর দুইবার বিশ্বকাপের মঞ্চে দেখা যবে না চারবারের চ্যাম্পিয়ন দলকে। তবে আজ্জুরিদের দেশেই নিজেদের প্রস্তুতি সেরেছে ব্রাজিল।  


 

  • 5/8

তিতের কাছে সবচেয়ে স্বস্তির খবর হল, ব্রাজিল দলে চোট না থাকা। চোট সমস্যায় যখন ভুগছে আর্জেন্টিনা বা ফ্রান্সের মত প্রতিপক্ষ দল তখন ফিট দল নিয়ে মাঠে নামতে চলেছে ব্রাজিল। 
 

  • 6/8

২৫ নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে ব্রাজিল। তিন দিন পর ২৮ নভেম্বর দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড। ব্রাজিল গ্রুপে তাদের শেষ ম্যাচ খেলবে ৩ ডিসেম্বর ক্যামেরুনের বিরুদ্ধে।
 

  • 7/8

এই ক'দিন নেইমারদের প্রায় আগলেই রেখেছিল ইতালি। তাদের আপ্যায়নে মুগ্ধ কোচ তিতেও। ইতালি ছাড়ার আগে ধন্যবাদও জানিয়েছেন তিনি।

 
 

  • 8/8

এমন গ্রুপ থেকে শেষ ১৬-তে হয়ত যেতে সমস্যা হবে না নেইমারদের। তবে এত তারকা এক দলে থাকায় কিছুটা সমস্যায় পড়তে পারে ব্রাজিল।  

Advertisement
Advertisement