Advertisement

খেলা

FIFA World Cup 2022: মেসি-রোনাল্ডোই নন, এটাই শেষ বিশ্বকাপ এই তারকাদেরও : PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Nov 2022,
  • Updated 1:45 PM IST
  • 1/7

আটদিন পরেই শুরু হচ্ছে ফূটবল বিশ্বকাপ। ২০২২-এর ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) পরেই অবসর নিতে চলেছেন এক ঝাঁক তারকা ফুটবলার। অনেকে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন তাঁদের অবসর গ্রহনের সময়। 
 

  • 2/7

এটাই তাঁর জীবনের শেষ বিশ্বকাপ। এমনটাই জানিয়ে দিয়েছেন লিওনেল মেসি (Lionel Messi)। ৩৫ বছর বয়সী মেসি আর বিশ্বকাপে খেলবেন না। এটা তাঁর পঞ্চম বিশ্বকাপ। আর্জেন্টিনার হয়ে ৯০টি গোল করে ফেলেছেন মেসি। 
 

  • 3/7

৩৬ বছর বয়সী জার্মানির ম্যানুয়েল নয়ার (Manuel Neuer) অবসর নেবেন এই বিশ্বকাপের পরেই। তিনিও ঘোষণা করে দিয়েছেন এটাই তাঁর শেষ বিশ্বকাপ। কাতারের বিশ্বকাপে পঞ্চমবার সেরা হওয়ার লড়াইয়ে নামছে জার্মানি। সেই দলের গোলরক্ষা করার দায়িত্ব থাকবে ২০১৪ সালের বিশ্বকাপ জয়ীর হাতে। 

  • 4/7

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) শেষ বিশ্বকাপ হতে পারে এটা। ইতিমধ্যেই ৩৮ বছর বয়স হয়ে গিয়েছে পর্তুগিজ তারকার। এবারেও অধিনায়কের আর্মব্যান্ড তাঁর কাছেই থাকছে। শেষ বিশ্বকাপ স্মরণীয় করে রাখতে প্রথমবার বিশ্বকাপ জিততে চাইছে পর্তুগাল।
 

  • 5/7

লুইস সুয়ারেজও (Luis Suarez) হয়ত তাঁর জীবনের শেষ বিশ্বকাপ খেলতে চলেছেন। ৩৪ বছর বয়সী উরুগুয়ের স্ট্রাইকার ২০১০ সালের বিশ্বকাপে সকলের নজরে আসেন। তবে এখন পারফরম্যান্সের গ্রাফ অনেকটাই নেমে গিয়েছে। 

  • 6/7

এটাই ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচেরও(Luka Modric) শেষ বিশ্বকাপ হতে পারে। পায়ের কাজের জন্য বিখ্যাত মদ্রিচ। এটাই যে তাঁর শেষ বিশ্বকাপ তা স্পষ্ট করে বলেই দিয়েছেন লুকা মদ্রিচ। রাশিয়া বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে ফাইনালে তোলার পেছনে বিরাট ভূমিকা ছিল লুকা মদ্রিচের। 

  • 7/7

এটাই শেষ বিশ্বকাপ হতে পারে টমাস মুলারের(Thomas Muller)। ২০০৬ বিশ্বকাপে ১৪টি গোল করে রেকর্ড গড়েছেন মুলার। বিশ্বকাপে সর্বাধিক গোল করার রেকর্ড যদিও মিরোস্লাভ ক্লোজের। তিনি ভাঙেন ব্রাজিলের রোনাল্ডোর রেকর্ড। এবার মুলারের সামনে সুযোগ থাকছে এই রেকর্ড ভাঙার।

Advertisement
Advertisement