Advertisement

খেলা

US Open 2022: দু'জনেই ডাকসাইটে সুন্দরী, US ওপেনের ফাইনালে গ্ল্যামারের ছটা, PHOTOS

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Sep 2022,
  • Updated 11:29 AM IST
  • 1/8

ইউএস ওপেন (US Open 2022) মেয়েদের ফাইনালে জিতেছেন পোল্যান্ডের ইগা শিয়াটেক (Iga Swiatek)। এটা তাঁর কেরিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম। ২০২০ ও ২০২২ সালে ফরাসি ওপেন (French Open) জিতেছিলেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। আর এবার জিতলেন ইউএস ওপেন।
 

  • 2/8

২১ বছর বয়সী ইগা শিয়াটেক ফাইনালে ২৮ বছর বয়সী তিউনিসিয়ান তারকা ওন্স জাবেউরকে (Ons Jabeur) ৬-২, ৭-৬ ব্যবধানে স্ট্রেট সেটে হারিয়ে দেন। এর মধ্য দিয়ে আবারও সিঙ্গেলসে গ্র্যান্ড স্ল্যাম জেতার স্বপ্ন ভেঙে যায় জাবেউর।
 

  • 3/8

বিশ্বের ৫ নম্বর খেলোয়াড় ওন্স জাবেউর এখনও পর্যন্ত সিঙ্গলসে একটিও গ্র্যান্ড স্ল্যাম জিততে পারেননি। আরও আশ্চর্যের বিষয় হল, ৪ বছরের কেরিয়ারে সিঙ্গলসে তৃতীয়বার কোনও গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ফাইনালে উঠলেন জাবেউর।   
 

  • 4/8

যদিও গত দুই বছরে জাবেউরের খেলার অনেক উন্নতি হয়েছে। এ বছর তৃতীয়বারের মতো ফাইনালে উঠেছেন তিনি। কিন্তু শিরোপা জয়ের স্বপ্ন ভেঙ্গে দেন ইগা শিয়াটেক। 

  • 5/8

অন্যদিকে ইগা তৃতীয়বার গ্র্যান্ডস্ল্যাম ফাইনালে উঠে তিনবারই চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে দারুণ খেলেছেন ইগা। আর সেই জন্যই স্ট্রেট সেটে তাঁর প্রতিপক্ষকে হারিয়ে দেন তিনি। 
 

  • 6/8

দারুণ ছন্দে রয়েছেন তিনি। ২০২০ সালে ও ২০২২ সালে ফরাসি ওপেন জিতে নেওয়ার পর এবার তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে নিলেন ইগা। এই বছরেই অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে পৌঁছে গিয়েছিলেন ইগা শিয়াটেক। 
 

  • 7/8

ইগা ২০১৯ সালে প্রথম গ্র্যান্ডস্ল্যাম খেলেন। সেই বছরে কিছু করতে না পারলেও, পরের বছরেই ২০২০ সালে ফেঞ্চ ওপেন জিতে নেন।
 

  • 8/8

জাবেউর এর আগে উইম্বলডনের ফাইনালে উঠে ইতিহাস গড়েছিলেন। প্রথম তিউনিশিয়ান টেনিস তারকা হিসেবে উইম্বলডন ফাইনালে ওঠেন তিনি।      

Advertisement
Advertisement