Advertisement

খেলা

ছেলেকে প্রথমবার বিমানে চাপালেন হার্দিক, দেখে একথাই বললেন কার্তিক

কৌশিক বিশ্বাস
  • 30 Jan 2021,
  • Updated 5:37 PM IST
  • 1/6

সোশ্যাল মিডিয়ায় আজকাল হামেশাই দেখতে পাওয়া যায় যে কোনও একজন খেলোয়াড় অপর খেলোয়াড়কে নিয়ে ট্রোল করছেন। প্রত্যেকেই এটা দেখে বেশ আনন্দ পান এবং অনেকক্ষেত্রেই ক্রিকেট সমর্থকেরা হেসে গড়িয়ে পড়েন। সম্প্রতি একটি টুইট করলে ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে হালকা মশকরা করতে গিয়েছিলেন দীনেশ কার্তিক। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই এই দুজনকে একে অপরের পোস্টে কমেন্ট করতে দেখা যায়। এটাও বোঝা যায় যে মাঠের বাইরে তাঁদের বন্ধুত্ব কতটা গভীর।

  • 2/6

সম্প্রতি টুইটারে একটি ছবি পোস্ট করেছিলেন হার্দিক পান্ডিয়া। সেই ছবিকে ঘিরেই ঘটনার সূত্রপাত। ছবিতে দেখা যাচ্ছে বরোদার অলরাউন্ডারের কোলে তাঁর সদ্যজাত সন্তান বসে রয়েছে। দুজনেই বিমানে চেপে যাত্রা করছেন। বাবা এবং ছেলে দুজনের মুখোই বেশ হাসি লেগে রয়েছে। মুহূর্তের মধ্যে এই ছবিটা ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে ভাইরাল হয়ে যায়। সেইসঙ্গে হার্দিক এও জানান যে তাঁর ছেলে এই প্রথমবার বিমান সফর করছে।

  • 3/6

২০২০ সালের শুরুর দিকে সার্বিয়ার নর্তকী তথা অভিনেত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বাগদান পর্ব সেরে নেন হার্দিক। এরপর লকডাউন চলাকালীন তাঁরা বিয়েটাও সেরে ফেলেন। গত বছর জুলাই মাসে তাঁদের প্রথম সন্তানের জন্ম হয়। পান্ডিয়া জানিয়েছিলেন, বিয়ের পর তিনি আরও বেশি করে ক্রিকেট খেলায় মনোনিবেশ করতে চান।

  • 4/6

এই ভাইরাল হয়ে যাওয়া টুইটি চোখে পড়ে দীনেশ কার্তিকেরও। তিনি অবশ্য হার্দিকের খুব কাছের বন্ধু। কার্তিক পালটা টুইট করে মজার ছলে বলেন, ব্যক্তিগত বিমানে এটা খুব একটা কঠিন বিষয় নয়। কলকাতা নাইট রাইডার্স দলের প্রাক্তন অধিনায়ক বললেন, "কেন নয়, এটা তো ব্যক্তিগত বিমান।"

  • 5/6

হার্দিক পান্ডিয়া এবং দীনেশ কার্তিক মাঝেমধ্য়েই একে অপরকে নিয়ে মজা করতে থাকেন। মাঠের বাইরে তাঁদের বন্ধুত্ব আজ আর কারোর অজানা নয়। লকডাউল চলাকালীন ক্রুনাল এবং হার্দিক পান্ডিয়ার ইনস্টাগ্রাম লাইভ সেশনে কথা এসেছিলেন দীনেশ কার্তিক। সেই সেশনে তামিলনাড়ুর এই ক্রিকেটারকে যথেষ্ট শান্ত দেখাচ্ছিল এবং হার্দিককে নিয়ে একের পর এক মজার মজার জোকস বলছিলেন।

  • 6/6

সম্প্রতি ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ় খেলার ডাক পেয়েছেন হার্দিক পান্ডিয়া। ২০১৮ সালে ইংল্যান্ড সফরের পর তিনি আর কোনও টেস্ট ম্যাচ খেলেননি। সম্প্রতি পান্ডিয়া ব্রাদার্স তাঁদের বাবাকে হারিয়েছেন।

Advertisement
Advertisement