ইংল্যান্ডের অলরাউন্ডার মইন আলিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বাংলাদেশের স্বনামধন্য লেখিকা তসলিমা নাসরিন। নিজের লেখা নিয়ে হামেশাই সংবাদমাধ্যমের শিরোনামে থাকতে ভালোবাসেন তসলিমা। তিনি স্পষ্ট বললেন, যদি মইন আলি ক্রিকেটার না হতেন, তাহলে সিরিয়া গিয়ে জঙ্গি সংগঠন ISIS-এর সঙ্গে তিনি নাম লেখাতেন।
তসলিমা নাসরিন টুইট করে মইন আলিকে তীব্র কটাক্ষ করেছেন। তিনি লিখেছেন, মইন আলি যদি ক্রিকেটার না হতেন, তাহলে সিরিয়া গিয়ে জঙ্গি সংগঠন ISIS-এর সঙ্গে তিনি নাম লেখাতেন। সম্প্রতি চেন্নাই সুপার কিংসের দল থেকে বিয়ারের বিজ্ঞাপন সরানোর আর্জি করেছিলেন মইন আলি। ঠিক সেই সময়েই এমন বিতর্কিত মন্তব্য তাঁর দিকে ধেয়ে এল। যদিও পরবর্তীকালে চেন্নাই সুপার কিংস দলের সিইও কাশী বিশ্বনাথন জানিয়েছেন যে মইন আলি ওই লোগো সরানোর কোনও দাবি করেননি।
এহেন একটি টুইটের পর তসলিমা নাসরিনও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে নিজের লেখনীর কারণেই বেশ কয়েকটি মুসলিম সংগঠন তাঁকে প্রাণে মারার হুমকিও দিয়েছিল। সেকারণে তসলিমা নাসরিনকে নিজের দেশ পর্যন্ত ছেড়ে পালাতে হয়েছিল। এরপর তিনি সুইডেনের নাগরিকত্ব নেন।
অন্যদিকে মইন আলির কথা যদি বলতে হয়, তাহলে আসন্ন আইপিএল মরশুমে তাঁকে চেন্নাই সুপার কিংস দলের হয়ে খেলতে দেখা যাবে। ইতিপূর্বে তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের সদস্য ছিলেন। আরসিবি ফ্র্যাঞ্চাইজ়ি তাঁকে রিলিজ় করে দিয়েছিল। ২০২১ সালের আইপিএল নিলাম অনুষ্ঠানে চেন্নাই তাঁকে সাত কোটি টাকায় কিনে নেয়।
ধোনির প্রশংসা ইতিমধ্যেই করেছেন
চেন্নাই সুপার কিংস দলে যোগ দেওয়ার পর মইন আলি দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির যারপরনাই প্রশংসা করেন। তিনি বলেছেন যে অধিকাংশ ক্রিকেটারই ধোনির অধিনায়কত্বে খেলতে চায়। কারণ কোনও ক্রিকেটারের ভুল শোধরাতে ধোনি অনেকটাই সাহায্য করে থাকেন। ইংল্যান্ডের এই অলরাউন্ডার আরও বলেছেন, "ধোনির নেতৃত্বে খেলা ক্রিকেটারদের সঙ্গে ইতিমধ্যেই আমি কথাবার্তা বলেছি। ওরা জানিয়েছে, ক্রিকেটারদের ভুল শোধরানোর ব্যাপারে ধোনি কীভাবে সাহায্য করেন। আমি মনে করি বিশ্বের সেরা অধিনায়েকেরা এমনটাই করে থাকেন।"