Advertisement

খেলা

IPL 2021 : অভিজ্ঞ ধোনির চানক্য নীতিতেই বাজিমাত চেন্নাইয়ের

কৌশিক বিশ্বাস
কৌশিক বিশ্বাস
  • মুম্বই,
  • 19 Apr 2021,
  • Updated 11:43 PM IST
  • 1/5

লড়াইটা ছিল দুই উইকেটকিপারের মধ্যে। একদিকে রয়েছেন অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনি এবং অন্যদিকে তরুণ সঞ্জু স্যামসন। কিন্তু, ধোনির চানক্য নীতিতে পরাস্ত হল রাজস্থান রয়্যালস। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৪৩ রান করে স্যামসন ব্রিগেড। আজ রাজস্থান রয়্যালস একের পর এক খারাপ শট খেলেছে। আর সেই খেসারতটাই তাদের ম্যাচের শেষে দিতে হল। শেষপর্যন্ত তাদের ৪৬ রানে হারতে হল।

  • 2/5

আজ টসে জিতে রাজস্থান প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। শুরু থেকে চেন্নাইয়ের ব্যাটিং মোটামুটি একটা ছন্দে চলছিল। কিন্তু, শেষবেলায় ১৪ বলে ৩৩ রানের যে পার্টনারশিপটা গড়ে তুলেছিলেন ব্রাভো এবং স্যাম কারেন, সেই দৌলতেই চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৮৮ রান করে। এই উইকেটে এটা খুব একটা কম রান ছিল না। তবে শেষের দিকে চেন্নাই যেভাবে একের পর এক উইকেট হারিয়েছে, তাতে স্টিফেন ফ্লেমিংয়ের কপালে যে চিন্তার ভাঁজ থাকবে, তা আশা করা যেতেই পারে।

  • 3/5

এই ম্যাচে কিছুটা হলেও ধোনি সমর্থকেরা আনন্দে উচ্ছ্বসিত হলেন। চেন্নাই সুপার কিংস দলের অধিনায়ক আজ ১৭ বলে ১৮ রান করেছেন। এরমধ্যে দুটো বাউন্ডারি রয়েছে। তবে একথাও অস্বীকার করার জায়গা নেই যে দুরন্ত বোলিং করলেন ক্রিস মরিস। আজ তিনি ৩৩ রান দিয়ে দুটো উইকেট শিকার করেন। অন্যদিকে আজও একটা স্বপ্নের রাত কাটাতে পারতেন চেতন সাকারিয়া। তিনি রায়না, রায়াডু এবং ধোনির উইকেট শিকার করেছেন। ইনিংসের বিরতিতে সাকারিয়া বলেন, "আজ মাঠে প্রচন্ড শিশির পড়ছে। সেকারণে এই ম্যাচে রাজস্থানের রান তাড়া করাটা সহজ হবে বলেই মনে হচ্ছে।"

  • 4/5

কিন্তু, ভাগ্য বিধাতা অন্য কিছুই লিখে রেখেছিলেন। শেষপর্যন্ত একটা সহজ জয় চেন্নাই শিবিরে চলে এসে। জস বাটলারের উইকেটটা শিকার করে এক ঝটকায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন রবীন্দ্র জাদেজা। এই ধাক্কাটা রাজস্থান রয়্যালস সামলাতে পারেনি। অন্যদিক থেকে আক্রমণ শানাচ্ছিলেন মইন আলি। তিনি একটা সময় তিন রানে তিনটে উইকেট শিকার করে নেন।

  • 5/5

এরপরই রাজস্থানের ব্যাটসম্যানদের মেরুদণ্ড একেবারে ভেঙে যায়। তারা যে ১৪০ রানের চৌকাঠ অতিক্রম করতে পেরেছে, এটাই অনেক বড় ব্যাপার। এই ম্যাচের ফলাফল রাজস্থানের নেট রানরেটে যে প্রভাব ফেলবে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

Advertisement
Advertisement