Advertisement

খেলা

IPL 2021 : ধোনির CSK-র সামনে আজ রাহুলের কিংস, কঠিন পরীক্ষার মুখে দুই দলের বোলাররা

কৌশিক বিশ্বাস
  • মুম্বই,
  • 16 Apr 2021,
  • Updated 12:29 AM IST
  • 1/5

আইপিএল ২০২১-র মহাযুদ্ধে আজও দুই উইকেট কিপারের মধ্যে লড়াই হতে চলেছে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে একদিকে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। আক অন্যদিকে কেএল রাহুলের অধিনায়কত্বে পঞ্জাব কিংস। এই দুটো দলের লড়াই যে বেশ জমজমাট হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। দুটো দলই চলতি মরশুমের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে। তবে চেন্নাই যেখানে এখনও পর্যন্ত জয়ের স্বাদ গ্রহণ করতে পারেনি, সেখানেই পঞ্জাব আজকের ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে। 

যদিও প্রথম ম্যাচে দুটো দলকেই বোলারদের কারণে যথেষ্ট ভুগতে হয়েছে। চেন্নাইয়ের বোলারদের বিরুদ্ধে দিল্লির ব্যাটসম্যানরা একদিকে মারকাটারি পারফরম্যান্স করেছে, অন্যদিকে পঞ্জাব দল ২০০-র বেশি লক্ষ্যমাত্রা কোনওরকমে হাসিল করতে পেরেছে। সুতরাং আজকের ম্যাচে দুটো দলেই কিছু না কিছু পরিবর্তন দেখা যেতে পারে। আসুন দেখে নেওয়া যাক, কেমন হতে পারে দুই দলের সম্ভাব্য একাদশ...

  • 2/5

চেন্নাই সুপার কিংস :

লুঙ্গি এনগিডি এবং জেসন বেহরেনডর্ফকে প্রথম একাদশে পেতে চেন্নাই সুপার কিংসকে এখনও কিছুটা অপেক্ষা করতে হবে। কারণ দলের কোচ স্টিফেন ফ্লেমিং ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে এই দুই ক্রিকেটার আইসোলেশনে থাকার কারণে দ্বিতীয় অর্থাৎ আজকের ম্যাচটা খেলতে পারবেন না। এই দুই জোরে বোলারের অনুপস্থিতির কারণে চেন্নাই দলে পেসার অভাব অবশ্যই অনুভূত হবে। এই পরিস্থিতিতে জোরে বোলিংয়ের ক্ষেত্রে ধোনি কিছুটা পরিবর্তন করতে পারেন।

  • 3/5

সম্ভাব্য একাদশ :

ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ ডু'প্লেসি, সুরেশ রায়না, মইন আলি, অম্বাতি রায়াডু, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), ডোয়েন ব্রাভো, দীপক চহ্বার, শার্দূল ঠাকুর, স্যাম কারেন

  • 4/5

পঞ্জাব কিংস :

ব্যাটিংয়ের দিক থেকে আপাতত যথেষ্ট স্বস্তিতে রয়েছে পঞ্জাবের এই ক্রিকেট দলটি। প্রথম ম্যাচে ধামাকাদার ব্যাটিং পারফরম্য়ান্স করে তারা একটা বিশাল স্কোর খাড়া করেছিলেন। যদিও দলের বোলিং নিয়ে যথেষ্ট সমস্যা রয়েছে। গত ম্যাচে পঞ্জাব দলের দুই বিদেশি জোরে বোলার রিলে মেরেডিথ এবং ঝাই রিচার্ডসন তেমন কোনও প্রভাব বিস্তার করতে পারেনি। তা সত্ত্বেও একথা বলা যেতেই পারে যে এই দলে কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা যারপরনাই কম রয়েছে।

  • 5/5

সম্ভাব্য একাদশ :

কেএল রাহুল (অধিনায়ক), ময়াঙ্ক আগরওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পূরাণ, দীপক হুডা, মুরুগান অশ্বিন, মহম্মদ শামি, আর্শদীপ সিং, ঝাই রিচার্ডসন, শাহরুখ খান, রিলে মেরেডিথ

Advertisement
Advertisement